আন্তর্জাতিক ডেস্ক : নাগরিকত্ব সংশো'ধনী আইনের (সিএএ) কারণে ভারতে প্রায় ২০ লাখ মানুষ রাষ্ট্র'হীন হয়ে পড়ার ঝুঁ'কিতে থাকায় উ'দ্বে'গ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ। সম্প্রতি ভারতের পার্লামেন্ট নাগরিকত্ব সংশো'ধন আইন পাস করে। এর ফলে যারা রাষ্ট্র'হীন হয়ে পড়ার ঝুঁ'কিতে রয়েছেন তার মধ্যে বেশির ভাগই ভারতের সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়।
এ নিয়ে অ্যান্তোনিও গুতেরাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, ভারতের সংখ্যাল'ঘু সম্প্রদায়গুলোর বি'রু'দ্ধে ক্রমবর্ধমান বৈ'ষ'ম্যে তিনি ব্যক্তিগতভাবে উ'দ্বি'গ্ন কিনা। জবাবে অ্যান্তোনিও গুতেরাঁ বলেন, 'অবশ্যই'। এটা প্রাসঙ্গিক যে, পৃথিবীর যেখানেই নাগরিকত্ব আইন পরিবর্তন বা সংশো'ধন হোক, সেখানে এমন উদ্যোগ থাকতে হয় যাতে মানুষের রাষ্ট্র'হীন হওয়ার ঝুঁ'কি এড়ানো যায় এবং পৃথিবীর প্রতিটি মানুষ কোনো একটি দেশের নাগরিক এটা নি'শ্চিত করা হয়। এ খবর দিয়েছে পাকিস্তানের অনলাইন ডন।
এতে বলা হয়, জাতিসংঘ মহাসচিবের একটি এক্সক্লুসিভ সাক্ষাতকার নেয় ডন নিউজ। এ সময় তার কাছে জানতে চাওয়া হয় কাশ্মীরে নি'র্যা'তন, যৌ'ন নি'র্যা'তন, শিশুদের অ'বরো'ধ করে রাখা নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ ও সম্প্রতি নয়া দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট সহ আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্ট নিয়ে। জবাবে অ্যান্তোনিও গুতেরাঁ বলেন, কাশ্মীরে প্রকৃতপক্ষে কি ঘটছে তা পরিষ্কার হওয়ার ক্ষেত্রে জাতিসংঘ হাই কমিশনারের দুটি রিপোর্টসহ এসব রিপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এসব রিপোর্ট সিরি'য়াসলি নেয়া অত্যা'বশ্যক।
কাশ্মীর উপত্যাকায় একটি উচ্চ শক্তিসম্পন্ন তদন্ত কমিশন গঠন ও তদন্ত করতে কেন জাতিসংঘ ব্যর্থ হলো? এ প্রশ্নের জবাবে অ্যান্তোনিও গুতেরাঁ বলেন, জাতিসংঘের শুধু গভর্নিং বডি বা নিরা'পত্তা পরিষদ ওই সিদ্ধান্ত নিতে পারে। তবে ওইসব রিপোর্ট বিশ্বাসযোগ্য, প্রাসঙ্গিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি স্বীকার করেন যে, জাতিসংঘের বর্তমান কাঠামো এবং স্থায়ী পাঁচ সদস্যরাষ্ট্রের ভেটো দেয়ার ক্ষ'মতা জাতিসংঘের উদ্দেশ্য প্রয়োগের সক্ষ'মতাকে ক্ষ'তিগ্র'স্ত করছে। এই জাতিসংঘ তো সং'ঘা'ত সমা'ধানের জন্যই সৃষ্টি করা হয়েছিল।
জাতিসংঘের সক্ষ'মতা বৃদ্ধিকে নি'শ্চি'ত করতে হলে তিনি মনে করেন এতে সংস্কার করতে হবে অধিক গণতান্ত্রিক, অধিক উন্মুক্ত ও অধিক কার্যকর হিসেবে। নিশ্চিত করতে হবে আমরা বর্তমানে যে বহুজাতিক বিশ্বে বাস করছি তার যেন অধিক পরিমাণ প্রতিনিধি এতে থাকেন। সূত্র : দ্য ডন