বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০, ০৫:২৯:০১

৪০ বছর আগের এই থ্রিলার উপন্যাসে উহানের 'করোনা' ভাইরাস নিয়ে ভবিষ্যদ্বাণী!

৪০ বছর আগের এই থ্রিলার উপন্যাসে উহানের 'করোনা' ভাইরাস নিয়ে ভবিষ্যদ্বাণী!

আন্তর্জাতিক ডেস্ক : ১৯৮১ সালের 'দ্য আইজ অব ডার্কনেস' শিরোনামে থ্রিলার ধর্মী উপন্যাস লিখেছিলেন দিয়ান কুনটজ। সেখানে উহান ভাইরাসের কথা উল্লেখ রয়েছে। বইটিতে ভাইরাসটির নাম দেয়া হয়েছিল 'উহান-৪০০'। ল্যাবরেটরিতে অস্ত্র হিসাবে ভাইরাসটি সৃষ্টি করা হয় বলে উপন্যাসে উল্লেখ করা হয়।

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর জানিয়েছে, উহানের একটি ল্যাব থেকেই করোনা ভাইরাস ছড়িয়েছে। ৪০ বছর আগেই উপন্যাসে কীভাবে উহান ভাইরাস সম্পর্কে ভবিষ্যদ্বাণী দেয়া হলো, তাই বিস্ময় তৈরি করেছে সবার মনে।

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের আ'ত'ঙ্কে রয়েছে বিশ্ব। এরই মধ্যে এ ভাই'রাসে দুই হাজারেরও বেশি মানুষের মৃ'ত্যু হয়েছে এবং আ'ক্রা'ন্ত হয়েছে ৭৩ হাজারের বেশি মানুষ। এরই মধ্যে বিস্ময়কর এক তথ্য বেরিয়ে এসেছে সবার সামনে। সূত্র : দ্য সাউথ চায়না পোস্ট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে