বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০, ০৮:২৪:১৩

স্ত্রীকে সাথে নিয়ে তাজমহলে যাবেন ট্রাম্প, তাই যমুনায় পানি ঢাললেন নরেন্দ্র মোদি

স্ত্রীকে সাথে নিয়ে তাজমহলে যাবেন ট্রাম্প, তাই যমুনায় পানি ঢাললেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক : দুই দিনের সফরে চলতি মাসেই ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগেই সাজ সাজ রব দেশজুড়ে। বিশ্বের আয়নায় দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কোনও ক্রুটি রাখেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

২ দিনের সফরে ট্রাম্প আসার আগে তাই যমুনার পানি স্বচ্ছ করতে উদ্যোগ নেয় উত্তরপ্রদেশ সেচ দপ্তর। আগ্রার যমুনায় প্রায় ৫০০ কিউসেক পানি ঢেলে দেওয়া হয়। এই দুদিনের সফরে ট্রাম্প প্রথমে গুজরাটের আহমেদাবাদ ও পরে দিল্লি যাবেন। সেখান থেকে আগ্রায় তাজমহল দেখতে যেতে পারেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট।

সেচ দপ্তরের সুপারিনটেন্ডেন্ট ধর্মেন্দ্র সিং ফোগাট জানান, ট্রাম্পের দিল্লি সফরের কথা মাথায় রেখেই যমুনার স্বাস্থ্য পুন'রু'দ্ধার করতে গঙ্গানাগার থেকে যমুনায় ৫০০ কিউসেক পানি ছাড়া হয়। ২০ ফেব্রুয়ারির মধ্যে তা মথুরা ও ২১ ফেব্রুয়ারি দুপুরের মধ্যেই সেই পানি আগ্রার যমুনায় পৌঁছবে।

ইঞ্জিনিয়ার অরবিন্দ কুমার জানান, যমুনায় এই ৫০০ কিউসেক পানি পৌঁছলে তা মথুরা ও আগ্রার যমুনার জমা জলের দু'র্গ'ন্ধ দূর করবে। পানির মধ্যে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করবে। মার্কিন প্রেসিডেন্টের সফরে সদা সর্বদাই স'ত'র্ক দৃষ্টি দিচ্ছে মোদি সরকার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে