বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০, ১২:৪৯:০৩

সীমান্তে গরু চো'রাচা'লানিদের দুটি চম'কপ্রদ কৌ'শল

সীমান্তে গরু চো'রাচা'লানিদের দুটি চম'কপ্রদ কৌ'শল

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চো'রাচা'লান দ'মনে যথাসা'ধ্য চে'ষ্টা করছে। তাদের প্রতিনিয়ত যে চ্যা'লেঞ্জ মো'কাবি'লা করতে হচ্ছে সেগুলো হলো- গবাদি পশু, সোনা, মা'দক, অ'স্ত্র-গো'লাবা'রুদ আর মা'নবপা'চার।

ইদানীং সীমান্তে হ'ত্যাকা'ণ্ড প্রসঙ্গে পত্র-পত্রিকায় আন্তর্জাতিক সংসদ সংস্থার বরাতে যেসব তথ্য দেখা যায়, গরু চো'রাচা'লানের বিষয়টিই গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশ ও ভারতের গরু চো'রাচা'লানিরা 'কাজ'  করে ৩২টি সীমান্তের জেলায়, এদের জা'ল বিছানো আছে ৫টি ভারতীয় সীমান্ত প্রদেশে।

এই দু'র্বৃ'ত্তদের দ'মনে বিজিবি এবং বিএসএফ যত ক'ঠো'র হয়, ''বিপক্ষ শ'ক্তিকে ব্য'র্থ করার ম'ত'লবে ততই ওরা নতুন নতুন কৌ'শল উদ্ভাবন করে। সাম্প্রতিক বছরগুলোয় তাদের ব্যবহৃত কৌ'শলগুলোর মধ্যে দুটি কৌ'শল চম'কপ্রদ। এর একটি হচ্ছে সু'ড়'ঙ্গ তৈরি করা, অন্যটি কলাগাছের গুঁ'ড়ি দিয়ে বানানো ভেলা।

পা'চারপথ হিসেবে ব্যবহার্য গো'পন সু'ড়ঙ্গের একটি প্রান্ত ভারতের করিমগঞ্জে আ'বিষ্কৃ'ত হয়েছে। গভীর জ'ঙ্গলের ভিতরে বিরাট বিরাট ড্রেন পাইপ দিয়ে বানানো এই সু'ড়ঙ্গে লু'কিয়ে থাকা যায়। মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা ও নদীয়া জেলায় বর্ষা মৌসুমে নদীতে দুই কলাগাছের মাঝখানে গরু রেখে তাদের মাথা দড়িতে বেঁ'ধে ভাসিয়ে দেওয়া হয়। 

এভাবে গরুগুলোকে টেনে নিয়ে যাওয়া হয় ওপারে বাংলাদেশে। বিএসএফ হা'না দিতে পারে আ'শ'ঙ্কায় গরুর গলায় ইম্পো'বাইজড এক্সপ্লো'সিভ ডি'ভাইস (আইইডি) যুক্ত করার ঘটনা সম্প্রতি ধ'রা পড়েছে হারুডাঙ্গা সীমান্ত ফাঁড়ির কাছে। আইইডি বিস্ফো'রিত হলে সীমান্তর'ক্ষী মারা যাবে, সঙ্গে সঙ্গে ম'রবে সংশ্লিষ্ট গরুটিও।

পা'চার করতে গেলে বিজিবি বা বিএসএফের হাতে মা'রা যেতে পারে, 'রাখাল'রা (মাঠ পর্যায়ের পা'চারকারী) এটা জানে। প্রশ্ন করা যায়, তবু কেন জীবনের ঝুঁ'কি নিচ্ছে তারা? ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত ৪০৯৬ কিলোমিটার। এর মধ্যে শুধু পশ্চিমঙ্গের সঙ্গেই রয়েছে ২২১৬ কিলোমিটার। এখানে ভারতের ১৪৯টি নাজুক গ্রামে রয়েছে ৬৮টি পা'চারপথ। 

এই পথে ৫০ কোটি মার্কিন ডলার মূল্যের গরু যায় বাংলাদেশের বাজারে। ঈদুল আজহার প্রা'ক্কালে গরুর চাহিদা কয়েক গু'ণ বেড়ে যায়। ওই সময় ২৫০০ থেকে ৩৫০০ টাকায় ভারত থেকে কেনা কচি গরু বাংলাদেশের বাজারে বিক্রি হয় ৪০ হাজার টাকায়। ভারতে ৪৫ হাজার টাকায় কেনা সুঠা'মদে'হী গরু বাংলাদেশে বিক্রি হয় ৯০ হাজার থেকে ১ লাখ ১৫ হাজার টাকায়।

মুনাফার এই সুবর্ণ সুযোগ পা'চারকা'রীদের জীবনের ঝুঁ'কি নিতে উৎসাহিত করছে। পা'চার রো'ধে দুই দেশের সী'মান্তর'ক্ষীরাই তৎ'পর। তবে ভারতীয়রা দুঃ'খের সঙ্গে অভিযোগ করেন যে, বিএসএফের গু'লিতে বাংলাদেশি রাখালের প্রা'ণ যাওয়ার ঘটনাকে ফ'লাও করে প্রচার করে মানবাধিকার সংস্থাগুলো। পা'চা'রকালে স'শ'স্ত্র হামলায় বিএসএফের অনেক সদস্য প্রতি বছর হ'তাহ'ত হন, তা এই সংস্থাগুলোর ন'জরে পড়ে না। পড়লে তারা দেখতেন, কেবলমাত্র আ'ত্মর'ক্ষার্থে গু'লি করে থাকে বিএসএফ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে