আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের সেনাবাহিনী বলছে, নারীদের ভু'য়া ছবি ব্যবহার করে তাদের বেশ কিছু সৈন্যের ফোন হ্যা'ক করেছে হামাস। বিভিন্ন ভ'ঙ্গিতে যেসব নারীদের ছবি ব্যবহার করা হয়েছে, দেখে মনে হচ্ছে তারা পুরুষের মনোযোগ আক'র্ষণ করার চেষ্টা করছেন।
সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, সৈন্যদের কাছে অল্প বয়সী নারীদের নকল ছবি পাঠানো হয়েছিল। সেগুলো খুলে দেখার সাথে সৈন্যদের অজান্তে তাদের মোবাইলে একটি অ্যাপ হয়ে যায়। হ্যা'কাররা ভু'ল হি'ব্রু ব্যবহার করেছে। ওই নারীরা দৃ'ষ্টি প্র'তিব'ন্ধী অথবা ব'ধির এমনটা বোঝানোর চেষ্টা করা হয়েছে।
বন্ধুত্ব হওয়ার পর সেনাদের একটা লিংক পাঠানো হয়েছে এবং বলা হয়েছে এটির মাধ্যমে তারা একে অপরকে ছবি পাঠাতে পারবে। লিংকে ক্লিক করার পর ফোনে ম্যালওয়ার ডাউনলোড হয়ে গেছে। এর ফলে ফোন গুলোতে এমন এক ভাই'রাস ই'ন্স'টল হয়েছে যা দিয়ে ফোনের সকল ছবি, ফোন নম্বর, তথ্য ও অবস্থান জানা সম্ভব।
এই ভাই'রাস দিয়ে ফোন ব্যবহারকারীর অজা'ন্তে সেটি দিয়ে ছবি তোলা ও ভিডিও করা সম্ভব। ওই মুখপাত্র বলছেন, তাতে অবশ্য তেমন কোন গো'পন তথ্য তারা নিতে পারেনি। গাজার নিয়'ন্ত্রণে থাকা হামাস ও ইসরাইল একে অপরকে চি'রশ'ত্রু বলে মনে করে। তারা নিয়মিত একে অপরের গো'পন তথ্য সংগ্রহ করতে চেষ্টা করে।
এনিয়ে তৃতীয়বারের মতো হামাস এমন তথ্য চু'রি করতে সৈন্যদের মোবাইল ফোনে ঢোকার চে'ষ্টা চালিয়েছে। তবে মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জনাথান কর্নিকাসের মতে, একটি ছিল কৌ'শলগত দিক থেকে সবচাইতে অ'গ্র'সর। দেখে মনে হচ্ছে আগের থেকে আরও অনেক কিছু শিখেছে। এর আগে এমন বিষয়ে সৈন্যদের সা'ব'ধান করা হলেও দেখা যাচ্ছে তাতে অনেকেই কান দেননি।