রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ০৩:০৫:৩০

হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে বেরিয়ে আসলেন প্রধানমন্ত্রী

হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে বেরিয়ে আসলেন প্রধানমন্ত্রী

অান্তর্জাতিক ডেস্ক : বেনিনের প্রধানমন্ত্রী লিওনেল জিনসুকে বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তবে অক্ষত অবস্থায় নিরাপদেই বেরিয়ে আসতে সক্ষম হলেন তিনি। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন প্রধানমন্ত্রী। তবে এ দুর্ঘটনার কোনো কারণ এখনো জানা যায়নি। প্রধানমন্ত্রীর কন্যা সিসিলি জিনসু এক টুইট বার্তায় বলেন, আমার বাবা সুস্থ্য আছেন। জোউগোর ওই হেলিকপ্টার দুর্ঘটনায় কোনো হতাহত হয়নি। চলতি মাসের শুরুর দিকে জিনসু দেশটির ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওনস হোউনবাদজি বার্তা সংস্থা এএফপিকে বলেন, জোউগোর একটি স্টেডিয়ামে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণের সময় বিধ্বস্ত হয়। তবে হেলিকপ্টারটির কোনো যাত্রীই এ ঘটনায় আহত হয়নি। সূত্র: বিবিসি ২৭ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে