আন্তর্জাতিক ডেস্ক : বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান বাহিনী একপাক্ষিক হা’মলা চা'লিয়ে ই’রানের বিপ্লবী গার্ডের অভিজাত শাখা কুদস্ বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সো’লাইমানিকে হ’ত্যার পর মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।
এমতাবস্তায়, বুধবার (১৯ ফেব্রুয়ারি) টুইট বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, যু’ক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ন্ত্রণকারী কর্পোরেট মালিক ও ধনী জায়ানবাদী ব্যক্তিদের কারণেই টাইটানিক জাহাজের মতো ডুবে যাবে দেশটি।
বুধবার টুইট বার্তায় আয়াতুল্লাহ খামেনি লিখেছেন, ‘বর্তমানে বিদ্রোহ, অ'হং'কার ও অ'ত্যা'চারের প্রতিমূর্তি হলো মা’র্কিন সরকার; যা ধনী জায়ানবাদী ব্যক্তি ও কর্পোরেট মালিকদের দ্বারা নিয়ন্ত্রিত হয়।’ তিনি আরও লিখেছেন, ‘যেভাবে গৌরব ও জাঁকজমকতা বিখ্যাত টাইটানিক জাহাজকে ডুবে যাওয়া থেকে রক্ষা করতে পারেনি। তেমনিভাবে যু’ক্তরাষ্ট্রের গৌরব ও চাকচিক্য তাকে ডুবে যাওয়া থেকে সুরক্ষা দিতে পারবে না। এবং যু’ক্তরাষ্ট্র ডুববে।’