শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০, ০২:৪২:৪০

এবার মাতৃভাষা দিবস পালিত হল পাকিস্তানেও

এবার মাতৃভাষা দিবস পালিত হল পাকিস্তানেও

আন্তর্জাতিক ডেস্ক : যে রাষ্ট্র একদিন সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মানুষের মুখের ভাষাকে কে'ড়ে নিতে চেয়েছিল , আজ সেই রাষ্ট্রেই পালিত হল মাতৃভাষা দিবস। বাংলাদেশের ভাষা শ’হীদ দিবসকে বিশ্বের আর সব দেশের মতো করেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করছে পাকিস্তান।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যমগুলোর খবর থেকে জানা গেছে, মাতৃভাষার গুরুত্বকে প্রাধান্য দিয়ে সেখানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে সেমিনার, আলোচনা সভা, উৎসব ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করা হয়েছে।

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বাংলাদেশের ভাষাশ’হীদ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। এদিকে ফেডারেল রাজধানী ইসলামাবাদে পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অব আর্টস (পিএনসিএ) ২১ থেকে ২৩ ফেব্রুয়ারি মাতৃভাষা সাহিত্য উৎসবের আয়োজন করেছে। তিন দিনের ওই উৎসবে ভাষা ও সাহিত্যের ভিন্ন ভিন্ন দিক নিয়ে বক্তারা কথা বলবেন। অনুষ্ঠিত হবে আলোচনা ও প্রদর্শনী।

উল্লেখ্য, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে পাকিস্তানি সরকারি বাহিনীর গু’লিতে প্রা’ণ দান করে বাংলা মায়ের দামাল ছেলেরা। সালাম-বরকত-রফিক-শফিক-জব্বার আরও কত নাম না-জানা সেসব শ’হীদের আ’ত্মত্যা’গে আমরা ফিরে পাই আমাদের প্রা’ণের ভাষা বাংলা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে