শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০, ০৪:৫৩:১১

এবার ভারতকে বিশ্বাসঘা'তক বলল চীন

এবার ভারতকে বিশ্বাসঘা'তক বলল চীন

আন্তর্জাতিক ডেস্ক : অরুণাচলে গিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এতে মোটেই খুশি নয় পড়শি দেশ চীন। এদিন চীনের তরফ থেকে অ'ভিযো'গ করা হয় যে এই যাত্রার ফলে চীনের সার্বভৌমত্ব খ'র্ব হয়েছে। ভারত বিশ্বাসঘা'তকতা করেছে, কার্যত এই অ'ভিযো'গ করা হয়েছে চীনের পক্ষ থেকে।

কিছুক্ষণ বা'দে চীনের আ'পত্তির বিষয় প্র'তি'ক্রিয়া দেন ভারতের বিদেশ মন্ত্রনালয়ের মুখপাত্র রবিশ কুমার। রবিশ সাফ করে দেন যে ভারতের স্পষ্ট ও অপরিবর্তিত অবস্থান হল যে অরুণাচল প্রদেশ দেশের অ'বিচ্ছে'দ্য অঙ্গ। অন্য যে কোনও রাজ্যের মতোই অরুণাচল প্রদেশে যান ভারতীয় নেতারা। সেই নিয়ে আ'পত্তি জানানোর কোনও কারণ নেই, স্পষ্ট করে দেন রবিশ কুমার।

চীনের দাবি যে অরুণাচল প্রদেশে দক্ষিণ তিব্বতের অংশ ও কোনও বড়মাপের নেতা রাজ্যে গেলেই নিজেদের প্রতি'বাদ জানায় তারা। অরুণাচল রাজ্যের প্রতিষ্ঠাদিবসে আজ সেখানে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিভিন্ন প্রকল্প চালু করেন তিনি।

চীনের বিদেশ মন্ত্রনালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেন যে এই বিষয়ে তাদের অবস্থান খুব স্পষ্ট। অরুণাচল প্রদেশকে তারা স্বীকৃতি দেন না ও কোনও ভারতীয় রাজনীতিবিদের সেখানে যাওয়া চীনের সার্বভৌমত্বকে আ'ঘা'ত করার সামিল। একই সঙ্গে তার দাবি যে অঞ্চলের স্থি'রতা এতে ন'ষ্ট হয়ে যায় ও ভারত-চীনের মধ্যে যে আস্থার সম্পর্ক সেটিতে চিড় ধরে ও দ্বিপাক্ষিক চুক্তি ল'ঙ্ঘি'ত হয়।

ভারতকে এরকম কাজ থেকে বি'র'ত থাকতে উপদেশে দেন গেং। এক আগে রাজনাথ সিং যখন গিয়েছিলেন তখনও প্রতি'বাদ করেছিল চিন। দফায় দফায় সীমান্ত নিয়ে ভারত-চীন বৈঠক হলেও কোনও সমা'ধানসূত্র বেরোয়নি। কাশ্মীর থেকে অরুণাচল প্রদেশ অবধি দীর্ঘ বর্ডার আছে চীন ও ভারতের মধ্য।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে