শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০, ০৯:০৭:৩২

অবিশ্বাস্য! রুপকথাকে হার মানিয়ে বাস্তবে দুই স্বর্ণখনির সন্ধান মিললো ভারতে, মজুত ৩৩৫০ টন

অবিশ্বাস্য! রুপকথাকে হার মানিয়ে বাস্তবে দুই স্বর্ণখনির সন্ধান মিললো ভারতে, মজুত ৩৩৫০ টন

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে দুটি স্বর্ণখনির স'ন্ধা'ন পেয়েছে ভূতত্ত্ববিদরা। উত্তর প্রদেশের মাওবাদী উপ'দ্রু'ত সোনভদ্র জেলায় খনি দুটিতে ৩ হাজার ৩৫০ টন স্বর্ণ মজুত রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্বর্ণখনির এলাকা নির্ধারিত সাত সদস্যের একটি টিম গঠন করেছে প্রদেশটির খনি বিভাগ।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। দুই দশক ধরে অনুস'ন্ধা'ন চালানোর পর জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এবং উত্তরপ্রদেশ সরকারের ভূতত্ত্ব ও খনি দফতর এ খনির স'ন্ধা'ন পেয়েছে। ভূতত্ত্ববিদরা বলছেন, খনি দুটিতে প্রায় ৩ হাজার ৩৫০ টন সোনা মজুত রয়েছে, যা ভারতের বর্তমান মজুতের প্রায় পাঁচগুণ। বর্তমানে ভারতে ৬২৬ টন সোনা মজুত রয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে খনি কর্মকর্তা কেকে রাই বলেছেন, খনি দুটি থেকে সোনা উত্তো'লনের জন্য কোম্পানিকে লিজ দেয়ার কথা ভাবছে সরকার। এজন্য জরিপের কাজ চলমান রয়েছে। তিনি আরও বলেন, সোনভদ্র জেলার সোনাপাহাড়ি এবং হারদি এলাকায় খনি দুটির স'ন্ধা'ন পাওয়া গেছে। জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (জিএসআই) জানিয়েছে, সোনাপাহাড়ি খনিতে ২ হাজার ৭০০ টন এবং হারদি এলাকায় ৬৫০ টন সোনা মজুত রয়েছে।

খনির এলাকা নির্ধারণ ও মজুতের সঠিক অবস্থান জানতে (জিও-ট্যাগিং) ইতোমধ্যে সাত সদস্যের একটি টিম গঠন করেছে উত্তর প্রদেশের খনি দফতর। টিম বৃহস্পতিবার ওই এলাকা পরিদর্শন করেছে। সরকারি কর্মকর্তারা বলছেন, 'ভূতাত্ত্বিক অবস্থানগত কারণে সোনভ্রদ খনিতে সোনা উত্তো'লন সহজ হবে। খনি উত্তোলনের দায়িত্ব দিতে সরকার খুব শিগগিরই নিলাম ডাকার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। এছাড়া আরও যেসব প্রক্রিয়া আছে তা সম্পন্ন করা হবে।'

ভারতীয় পাক্ষিক ম্যাগাজিন বিজনেস টুডের প্রতিবেদনে বলা হয়েছে, সোনা বাদেও ওই এলাকায় ইউরেনিয়ামের মতো খুবই মূল্যবান খনিজ পাওয়া যায় কি না তা নিয়ে অনুস'ন্ধা'ন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মকর্তারা। কারণ উত্তর প্রদেশের বুন্দেলখন্দ ও ভিদ্যান জেলায় সোনা, হীরা, প্লাটিনাম, চুনাপাথর, গ্রানাইট, কোয়ার্টস ও চীনামাটির মতো মূল্যবান খনিজ প্রচুর পরমাণে আছে।

সোনভদ্র জেলায় স্বর্ণ অনুসন্ধানের কাজ শুরু হয় ১৯৯২-৯৩ সালে। তবে ব্রিটিশরাই প্রথম এই জেলায় স্বর্ণের মজুত অনুসন্ধানের বিষয়ে উদ্যোগ নেয় বলে জানা যায়। জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াতে দীর্ঘদিন কাজ করেছেন ড. পৃথিবী মিশ্র। তিনি ২০১১ সালে অবসর নেন। ওই সময় তিনি বলেছিলেন, ''উত্তর প্রদেশের সোনভদ্র জেলায় এক কিলোমিটার দীর্ঘ, ১৮ মিটার পুরু এবং ১৫ মিটার প্রস্থ স্বর্ণের শিলা পাওয়া গেছে।''

বিশ্বব্যাপী স্বর্ণ জরিপকারী স্বতন্ত্র সংস্থা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) তথ্যমতে, বর্তমানে ভারতে মজুতকৃত স্বর্ণের পরিমাণ ৬২৬ টন। সে হিসাবে দুই খনির মজুত দিয়ে দেশটিতে মোট স্বর্ণের মজুত দাঁড়াবে ৩ হাজার ৯৭৬ টন। বর্তমানে স্বর্ণ মজুতের দিক দিয়ে বিশ্বে প্রথম স্থানে রয়েছে ৮ হাজার ১৩৩ টন। এর পরেই রয়েছে জার্মানির, ৩ হাজার ৩৬৬ টন।

অর্থ্যা, স্বর্ণ মজুতের দিক দিয়ে বিশ্বে এবার ভারতের অবস্থান হবে দুই নম্বরে। এছাড়া ইতালির ২ হাজার ৪৫১, ফ্রান্সে ২ হাজার ৪৩৬, রাশিয়ায় ২ হাজার ২৪১, চীনে ১ হাজার ৯৪৮, সুইজারল্যান্ডে ১ হাজার ৪০ এবং জাপানে ৭৬৫ টন স্বর্ণ মজুত রয়েছে। সূত্র : বিজনেস টুডে, দ্য ইকোনমিক্স টাইমস, নিউজ১৮

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে