শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০, ১২:৫৫:৫৭

'নরেন্দ্র মোদি আশ্বস্ত করেছেন, সারা দেশে এনআরসি হবে না'

'নরেন্দ্র মোদি আশ্বস্ত করেছেন, সারা দেশে এনআরসি হবে না'

আন্তর্জাতিক ডেস্ক : সংসদে এবং সংসদের বাইরে অমিত শাহ বহু বার বলেছেন, সারা দেশে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) হবে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কার্যত সেই দাবি খা'রিজ করে বলেছিলেন, সরকারে এ নিয়ে আলোচনা হয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে যা বললেন, তাতে এনআরসি নিয়ে নরেন্দ্র মোদির সেই আগের অবস্থানই আবারও সামনে এলো। 

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দাবি, মোদি তাকে আশ্বস্ত করেছেন, সারা দেশে এনআরসি হবে না। সংশো'ধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ভ'য় পাওয়ার কিছু নেই বলে আ'শ্ব'স্ত করে উদ্ধব জানান, মহারাষ্ট্রে জাতীয় জনসংখ্যা পঞ্জি (এনপিআর)-র কাজ শুরু করতে চলেছেন তিনি। বিজেপি-শিবসেনা দীর্ঘ দিনের জোটসঙ্গী ছিল। কিন্তু গত বছরের অক্টোবরে মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনের ফল ঘোষণার পর সরকার গঠন ঘিরে দুই শরিকের মধ্যে সং''ঘাত শুরু হয়।

আড়াই বছর করে দুই দলের মুখ্যমন্ত্রীর ফর্মুলায় অনড় ছিলেন উদ্ধব। সেই টা'নাপ'ড়েনের মধ্যেই শারদ পাওয়ারের ভাইপো তথা এনসিপি নেতা অজিত পওয়ারের সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রীর শপথও নিয়ে ফেলেছিলেন দেবেন্দ্র ফডণবীস। কিন্তু সেই সরকার টেকেনি। আর সেই বি'বাদের জে'রে দীর্ঘদিনের দুই জোট শরিকের মধ্যে বি'চ্ছে'দ হয়ে যায়। মহারাষ্ট্রে সরকার গঠন করে শিবসেনা-এনসিপি এবং কংগ্রেসের জোট। মুখ্যমন্ত্রী হন উদ্ধব ঠাকরে।

এ হেন পরিস্থিতিতে মহারাষ্ট্রের কুর্সিতে বসার পর এই প্রথম দিল্লি সফর করলেন উদ্ধব। শুক্রবার তার সঙ্গী ছিলেন ছেলে আদিত্য। স্বাভাবিক ভাবেই প্রধানমন্ত্রীর সঙ্গে উদ্ধবের বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে তী'ব্র জল্পনা তৈরি হয়েছিল। বৈঠকের পর উদ্ধব বলেন, ''সিএএ, এনআরসি, এনপিআর নিয়ে কথা হয়েছে। আমার অবস্থান দৃঢ় ভাবে প্রধানমন্ত্রীকে জানিয়েছি। সিএএ নিয়ে ভ'য় পাওয়ার কিছু নেই। এতে মুসলিম সম্প্রদায়ের সুবিধা হবে। সারা দেশে এনআরসি হবে না।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে