শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০, ০১:৩২:০১

করোনা রোগীদের চিকিৎসা করছেন ৯ মাসের গর্ভবতী নার্স!

করোনা রোগীদের চিকিৎসা করছেন ৯ মাসের গর্ভবতী নার্স!

আন্তর্জাতিক ডেস্ক : কোনও ভাবেই নিয়ন্ত্রণ মানানো যাচ্ছে না নোভেল করোনা ভাই'রাসকে। এসবের জন্য আন্তর্জাতিক মহলে চীন খুব একটা কম সমালো'চনার মুখে পড়ছে না। এই পরি'স্থিতিতে সম্প্রতি একটি ছবি ছড়িয়ে পড়ায় বি'ত'র্ক আরও বাড়ল। 

৯ মাসের অন্তঃসত্ত্বা এক নার্স নিজের বি'প'দ তুচ্ছ করে করোনা আ'ক্রা'ন্তদের চিকিৎসা করে চলেছেন অ'ক্লে'শে। এই পরি'স্থিতিতে কেন তাকে দিয়ে কাজ করানো হচ্ছে, এই প্রশ্নের স'রগ'রম নে'টদু'নিয়া। চীনের সরকারি সংবাদমাধ্যমে অন্তঃসত্ত্বা ঝাও ইউকে 'হিরো' প্রতিপন্ন করে প্রচার করা হয়েছে। 

দেখানোর চেষ্টা হয়েছে যে এমন শারীরিক পরি'স্থিতি নিয়েও কীভাবে তিনি করোনা মো'কাবি'লায় কাজ করে চলেছেন। কিন্তু জিনপিং প্রশাসনের এই প্রয়াস পুরোপুরি বুমেরাং হয়ে ফিরছে। ভিডিও দেখা পর সকলেই চমকে উঠছেন। প্রশ্ন তুলছেন, কেন ৯ মাসের গর্ভবতীকে দিয়ে কাজ করানো হচ্ছে?

প্রথমত, এত অ্যাডভান্স স্টেজে বিশ্রামের বদলে কাজ করার ফলে তার নিজের বি'প'দ বাড়ছে। দ্বিতীয়ত, করোনা ভাই'রাসের সং'ক্র'মণ ক্ষ'মতা এত বেশি যে ওই পরিবেশে কাজ করলে তার তো বটেই, গ'র্ভ'স্থ সন্তানের শরীরেও তার প্র'ভা'ব পড়ার আ'শ'ঙ্কা প্র'ব'ল। এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চীন প্রশাসনের কোনও হেলদোল কেন নেই, তা নিয়েও সরব অনেকে।

ওয়াকিবহাল মহলের একাংশের মতে, ঝাও ইউকে আসলে ব্যবহার করছে প্রশাসন। ওই ৯ মাসের গর্ভাবস্থায় তাকে সারা শরীর ঢাকা মোটা হ্যাজমাট সুট, মুখে ত্রিস্তরীয় মাস্ক পরে কাজ করতে হচ্ছে। এমনকী রো'গীরাও তাকে দেখে অ'বা'ক হচ্ছেন। অনেকে তাকে পরামর্শ দিচ্ছেন যে এই অবস্থায় কাজ না করার। কিন্তু কথা শোনার যে উপায় নেই। 

ঝাও নিজেও জানিয়েছেন, যে এভাবে তার কাজ করা মোটেই সমর্থন করছে না পরিবার। বিশেষত আগত সন্তানের কথা ভেবে। ভিডিও প্রকাশ্যে আসার পর পরিবারের তরফে সেই চা'প আরও বেড়েছে তার উপর। তবে করোনা মো'কাবি'লায় চীন প্রশাসনের এই কাজ অত্যন্ত নি'ন্দ'নীয় বলে একবাক্যে মানছেন নে'টিজে'নদের একাংশ বড় অংশ। 

যেখানে চীন দেশের প্রতি দেশবাসী নিবেদিতপ্রাণ, তা বোঝানোর চেষ্টা করছে। এটি আদৌ বাস্তবোচিত নয় বলেই মনে করেন তারা। ফলে ঝাওকে 'হিরো' হিসেবে দেখাতে নিজেদেরই মুখ পোড়াল জিনপিং প্রশাসন। বৃহস্পতিবার পর্যন্ত চীনে করোনা ভাই'রাসে আ'ক্রা'ন্ত হয়ে মৃ'তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৩৬। পাশাপাশি, সবমিলিয়ে করোনায় আ'ক্রা'ন্ত হয়েছে ৭৪ হাজার ৫৭৬ জন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে