আন্তর্জাতিক ডেস্ক : ইরান থেকে ইরাকে প্রবেশে নিষে'ধা'জ্ঞা বাড়ানো হয়েছে। ইরাকি প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। তবে ইরানে অবস্থিত ইরাকি নাগরিকরা এই নিষে'ধা'জ্ঞার আওতায় পড়বে না। তাদের নিজ দেশে প্রবেশের অনুমতি দেয়া হবে বলে জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের দেশ ইরানে করোনা ভাই'রাসের প্রকো'প বেড়ে গেছে।
এশিয়ার বাইরে এখন পর্যন্ত সর্বোচ্চ মৃ'ত্যুর ঘটনা ঘটেছে ইরানে। সেখানে কমপক্ষে ২৮ জনের শরীরে নভেল করোনা ভাই'রাস শ'না'ক্ত হয়েছে। অপরদিকে, এই ভাই'রাসে আ'ক্রা'ন্ত হয়ে মা'রা গেছেন ছয়জন। করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে এমন আশ'ঙ্কায় ইরান থেকে লোকজনের ইরাকে প্রবেশে নিষে'ধা'জ্ঞা জারি করা হয়েছে।
শনিবার তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি এক বিবৃতি জারি করে ইরাক থেকে ইরানে প্রবেশে নিষে'ধা'জ্ঞা বাড়ানোর ঘোষণা দেন। তবে কতদিন পর্যন্ত এই নিষে'ধা'জ্ঞা জারি থাকবে সে বিষয়টি ওই বিবৃতিতে স্প'ষ্ট করা হয়নি। গত বৃহস্পতিবার প্রথমবারের মতো ইরান থেকে ইরাকে প্রবেশে নিষে'ধা'জ্ঞা আনা হয়। পরবর্তীতে তা আরও বাড়ানো হয়েছে।
এদিকে, চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রা'ণঘা'তী করোনা ভাই'রাসে মৃ'তের সংখ্যা বেড়ে দুই হাজার ৪৬২ জনে দাঁড়িয়েছে। হুবেইয়ের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার এই ভাই'রাসে প্রদেশটিতে একদিনে মৃ'ত্যু হয়েছে আরও ৯৬ জনের। সবমিলিয়ে হুবেই প্রদেশে করোনায় দুই হাজার ৩৪৬ জনের মৃ'ত্যু হয়েছে। চীনসহ বিশ্বের প্রায় ৩০টি দেশ ও অঞ্চলে করোনা ভাই'রাসের প্রকো'প ছড়িয়ে পড়েছে।
ইরান ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইসরায়েল এবং লেবাননেও এই ভাই'রাসে আ'ক্রা'ন্তের খবর পাওয়া গেছে। তবে এখনও পর্যন্ত ইরাকে কারো আ'ক্রা'ন্তের খবর পাওয়া যায়নি। শনিবার তৃতীয়দিনের মতো ইরানের সঙ্গে ইরাক সীমান্ত ব'ন্ধ রাখা হয়। তবে শুধুমাত্র ইরাকি নাগরিকদের দেশে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। কিন্তু সে ক্ষেত্রেও তাদের বিমানবন্দরে স্ক্রিনিং করা হয়েছে। ইরান থেকে ইরাকে বা ইরাক থেকে ইরানগামী সব ফ্লাইট বা'তিল করা হয়েছে।