ইরানে সংসদ নির্বাচন, প্রার্থীদের ১১ শতাংশই নারী
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ১০ম জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাড়ে ১১ হাজারের বেশি প্রার্থী নাম নিবন্ধন করিয়েছেন। এদের মধ্যে ১১ শতাংশই নারী। ২০১২ সালের সংসদ নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে নিবন্ধিত প্রার্থীর সংখ্যা ৭০ ভাগ বেড়েছে। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর এবারই ইরানে নির্বাচনের জন্য সবচেয়ে বেশি প্রার্থী নাম নিবন্ধন করেছেন। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
ইরানের সংবিধান অনুযায়ী, নিবন্ধিত প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতার বিষয়টি যাচাই করবে অভিভাবক পরিষদ। আগামী ৯ ফেব্রুয়ারি চূড়ান্তভাবে নির্বাচনের জন্য যোগ্য প্রার্থীদের নাম প্রকাশ করবে এ পরিষদ।
২৬ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইরানের সংসদ মজলিশে শূরার ২৯০টি আসনের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীরা।
এদিকে, একইদিনে ইরানের বিশেষজ্ঞ পরিষদের ৫ম নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পরিষদ ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন করে থাকে। প্রতি আট বছর অন্তর বিশেষজ্ঞ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় এবং চলতি বছরেই প্রথমবারের মতো সংসদ নির্বাচনের দিনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
১৯৭৯ সালে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর থেকে ইরানে জাতীয় পর্যায়ে ৩০টির বেশি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
২৭ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�