মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০, ০৪:২০:৫২

ট্রাম্পকন্যার পোশাকে বাংলার ছোঁয়া, হাতে বোনা সিল্কে সাজলেন ইভাঙ্কা

ট্রাম্পকন্যার পোশাকে বাংলার ছোঁয়া, হাতে বোনা সিল্কে সাজলেন ইভাঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : ট্রাম্পের ভারত সফরের আগু-পিছু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনওরকম উচ্চবাচ্য না থাকলেও মার্কিন প্রেসিডেন্টের এই সফরের সঙ্গে হঠাৎ করে জুড়ে গেল বাংলার মুর্শিদাবাদের নাম। কীভাবে? যার নেপথ্যে কিন্তু ট্রাম্পকন্যা ইভাঙ্কা। বরাবরই ফ্যাশন সচেতন তিনি। 

তবে ভারত সফরের প্রথম দিনে তার পোশাক নিয়ে জোর সমালো'চনা শুরু হলেও দ্বিতীয় দিনে কিন্তু ট্র্যাডিশনাল পোশাকে বেশ প্রশংসা কুড়িয়েছেন ইভাঙ্কা। কারণ, এদিন ট্রাম্পকন্যার পরনে ছিল মুর্শিদাবাদ সিল্কের তৈরি ব'ন্ধগ'লা। যার মস্তি'ষ্কপ্রসূত এই পোশাক, তিনিও বেশ খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার।

ফ্যাশন ডিজাইনার অনিতা ডোংরে জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে হাতে বোনা রেশমের তৈরি শেরওয়ানি পরেছেন ইভাঙ্কা। এটা একদিকে যেমন চিরকালীন, তেমন ভীষণ ক্লাসিও। ''বছর কুড়ি আগেই এই পোশাক ডিজাইনের ভাবনা এসেছিল আমার মনে। কিন্তু কী অদ্ভূতভাবে আজ সেই পোশাকের ভাবনা কাজে লেগে গেল, ভেবেও ভাল লাগছে'', মন্তব্য অনিতার।  

প্রসঙ্গত, এর আগেও আন্তর্জাতিক খ্যাতনামা ব্যক্তিদের ভারত সফরের জন্য পোশাক ডিজাইন করেছিলেন অনিতা ডোংরে। সেই তালিকায় কেট মিডলটন, সোফি জর্জিয়া ট্রুদেঁ থেকে প্রাক্তন মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামার নামও রয়েছে। এবার ইভাঙ্কা ট্রাম্পের জন্য মুর্শিদাবাদ সিল্ক দিয়ে তৈরি করলেন বিশেষ পোশাক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে