আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় নতুন করোনা ভাইরাসের প্রাদু'র্ভাব ''অত্যন্ত মারা'ত্মক'' আকার ধারণ করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। মঙ্গলবার দেশটিতে করোনা ভাইরাস প্রাদু'র্ভাবের প্রাণকেন্দ্র দায়েগু শহর পরিদর্শনে গিয়ে একথা বলেন প্রেসিডেন্ট মুন।
নতুন করে আরও ১৪৪ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়ায় দক্ষিণ কোরিয়ায় মোট আ'ক্রা'ন্তে সংখ্যা ৯৭৭ জনে পৌঁছেছে বলে জানিয়েছে কোরিয়া সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (কেসিডিসি)। গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশে এই ভাই'রাস শ'না'ক্ত হওয়ার পর দেশটির বাইরে সর্বোচ্চ সংখ্যক আ'ক্রা'ন্ত এখন দক্ষিণ কোরিয়ায়।
ভাইরাসের প্রাদু'র্ভাব শুরু হওয়ায় বিশ্বের ১২তম বৃহৎ অর্থনীতির এই দেশটিতে বেশ কিছু ইভেন্ট বা'তিল করা হয়েছে। বা'তিলের এই তালিকায় আছে বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতা, কে-লীগ ফুটবলসহ দেশটির পার্লামেন্টের অধিবেশনও। করোনা ভাই'রাসে আ'ক্রা'ন্তদের প্রায় ৮০ শতাংশই দক্ষিণ কোরিয়ার চতুর্থ বৃহত্তম দায়েগু শহর এবং প্রতিবেশি নর্থ জিওংস্যাং প্রদেশের বাসিন্দা।
দায়েগু শহরের একটি হাসপাতালে গিয়ে সরকারি কর্মকর্তাদের জ'রু'রি ইউনিফর্ম পরি'হিত অবস্থায় প্রেসিডেন্ট মুন জায়ে ইন বলেন, পরিস্থিতি খুবই মা'রা'ত্ম'ক। তবে ভাই'রাসের প্রাদু'র্ভাব মোকা'বিলায় সব ধরনের সরকারি সহায়তার ঘোষণা দেন তিনি। মুন জায়ে ইন বলেন, এই ভাইরাসের বি'রু'দ্ধে লড়া'ইয়ে আমরা বিজয় অর্জন করবোই।