বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০, ০৫:৩৩:৫৯

বোতল থেকে দৈত্য বেরিয়ে পড়েছে, র'ক্তপাত আরও বাড়বে : অশান্ত দিল্লী নিয়ে মুখ খুললেন ইমরান খান

বোতল থেকে দৈত্য বেরিয়ে পড়েছে, র'ক্তপাত আরও বাড়বে : অশান্ত দিল্লী নিয়ে মুখ খুললেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লিতে শান্তি ও সম্প্রীতি রক্ষার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহ্বান জানানোর কিছু ক্ষণের মধ্যেই টুইটে পরোক্ষে ওই ঘটনা নিয়ে ভারতকে খোঁ'চা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। লিখলেন, গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনেই এমন ধরনের ঘটনার পূর্বা'ভাস দিয়েছিলেন তিনি। 

তার অভিযোগ, হিংসার ঘটনার সূত্রপাত হয়েছিল গত বছর জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বা'তিল হওয়ার পর। টুইটে অবশ্য দিল্লির নামোল্লেখ করেননি। বুধবার টুইটে ইমরান লিখেছেন, ''ভারত-অ'ধি'কৃত কাশ্মীরের ঘটনার পরেই আমি গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বলেছিলাম, বোতল থেকে দৈত্যটা বেরিয়ে পড়ল। এ বার র'ক্তপাত আরও বাড়বে বলে পূ'র্বা'ভাস দিয়েছিলাম। যার সূত্রপাত হয়েছিল কাশ্মীরে। ভারতে থাকা ২০ কোটি মুসলিম এখন লক্ষ্য'বস্তুতে পরিণত হয়েছেন। এটা রুখতে গোটা বিশ্বকে এ বার এগিয়ে আসতে হবে।''

সিএএ-বিরোধী ও সিএএ-পন্থীদের সং'ঘ'র্ষে গত চার দিন ধরে অ'গ্নিগ'র্ভ দিল্লি। অন্তত ২১ জনের মৃ'ত্যু হয়েছে এখনও পর্যন্ত। এমন ঘটনার পুন'রাবৃ'ত্তি যাতে পাকিস্তানে না ঘটে, টুইটে সেই আহ্বানও জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী। লিখেছেন, ''আমি সকলকে স'তর্ক করে দিতে চাই, পাকিস্তানে যারা অ-মুসলিম ও তাদের ধর্মস্থানের উপর হা'মলা করতে উ'দ্যত হবেন, তাদের বি'রু'দ্ধে ক'ঠো'র ব্যবস্থা নেওয়া হবে। মনে রাখতে হবে, আমাদের দেশে সংখ্যালঘুরা নাগরিকত্বের সমানাধিকারই পান।''

ও দিকে, দিল্লির সং'ঘর্ষের দায় নিয়ে এ দিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফা দাবি করেছেন সনিয়া গাঁন্ধী। বুধবার সাংবাদিক সম্মেলন করে সনিয়া একের পর এক প্রশ্ন ছুড়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে। এদিন তিনি বলেন, ''গত সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিলেন? কী করছিলেন তিনি? পরি'স্থি'তি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখেও কেন আগে থেকে আধাসেনা ডাকা হল না? অমিত শাহের ইস্তফা দিন, এই দাবি করছে কংগ্রেস।''

দিল্লির সংঘর্ষের জন্য বিজেপিকেই দা'য়ী করেছেন কংগ্রেস সভানেত্রী। তিনি বলেন, ''এই সং'ঘ'র্ষের পিছনে পরিক'ল্পিত ষ'ড়য'ন্ত্র রয়েছে। দিল্লির ভোটের সময় দেশবাসী সেটা দেখেছে। অনেক বিজেপি নেতা উ'স্কা'নিমূলক মন্তব্য করে ভ'য় ও হিং'সার পরিবেশ তৈরি করেছে। এমনকি, গত রবিবারও এক বিজেপি নেতা একই রকম মন্তব্য করেছেন।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে