বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০, ১০:২৭:৪৪

দিল্লি ছেড়ে পালাচ্ছেন আত'ঙ্কি'ত মুসলিম ধর্মাবলম্বী মানুষরা

দিল্লি ছেড়ে পালাচ্ছেন আত'ঙ্কি'ত মুসলিম ধর্মাবলম্বী মানুষরা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লি এখন রণক্ষেত্র। তিনদিনের সহিং'সতায় ইতোমধ্যে ২৪ জন মা'রা গেছেন। উত্তর-পূর্ব দিল্লির এলাকাগুলোর অনেক বাড়িঘর-দোকানপাটে আ'গুন জ্বা'লিয়ে দেয়া হয়েছে। ধর্মীয় না'শকতার এই আ'গুন থেকে বাদ পড়েনি উপসনালয়ও। পরিস্থিতি আরও খা'রাপ হওয়ার আ'শ'ঙ্কায় বাড়িঘর ছাড়ছে আ'ত'ঙ্কি'ত মানুষজন।

দিল্লির সহিং'সতাপ্র'বণ এলাকাগুলোতে ১৪৪ ধারা জা'রি এবং অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক জওয়ান মোতায়েন করায় আজ বুধবার নতুন করে দুই পক্ষের মধ্যে কোনো সংঘ'র্ষের ঘটনা না ঘটলেও আ'ত'ঙ্কিত হয়ে পড়ছে সাধারণ মানুষ। সরকারের উপর মহল থেকে দেখা মাত্রই গু'লির নি'র্দে'শ আসায় এ আ'ত'ঙ্ক আরও বেড়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, উত্তর-পূর্ব দিল্লির মুস্তাফাবাদ এলাকার মুসলিম ধর্মাবলম্বী মানুষজন ফের সহিং'সতার আ'শ'ঙ্কায় ব্যাগ-বস্তা নিয়ে বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে যাচ্ছেন। ধর্মীয় এই স'হিং'সতার শি'কা'র ব্যক্তিরা দিল্লি পুলিশের বি'রু'দ্ধে অভিযোগ তুলেছেন যে, সহিং'সতার সময় হিন্দুত্ববা'দী হা'মলাকারীদের উৎসাহ দিয়েছে তারা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, দিল্লির ধর্মীয় সহিং'সতা মা'রা'ত্ম'ক আকার ধারণ করেছে। আ'ত'ঙ্কিত সাধারণ মানুষ নিজের ঘরকেও আর নিরা'পদ মনে করছেন না। সহিং'সতা এই উত্তে'জনায় তারা বাড়িঘর রেখে দিল্লি ছেড়ে চলে যাচ্ছেন। শুধু মুসলিম নয় এই তালিকায় আছেন হিন্দু ধর্মাবলম্বীরাও।

তারা মোহাম্মদ আসিফ খান নামের এক টুইটার ব্যবহারকারীর পোস্ট করা ভিডিও তাদের প্রতিবেদনে সংযুক্ত করে দিয়েছে। তাতে দেখা যাচ্ছে, নারী-পুরুষ মিলে হাতে-কাঁধে আর মাথায় ব্যাগ পোটলা নিয়ে পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওয়ানা দিয়েছেন। এমন দৃশ্য দেখা গেছে উত্তর-পূর্ব দিল্লির সবগুলো এলাকায়।

নাম প্রকাশে অনিচ্ছুক দিল্লির এক মুসলিম বাসিন্দা ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে বলেন, ''গতকাল বিকেলে হিন্দুত্ববা'দী স্লো'গা'ন দিতে দিতে তারা আসে এবং সবকিছু আ'গু'ন দিয়ে জ্বা'লিয়ে দেয়। তারপর তারা দোকানপাট থেকে সব মালামাল লু'ট করে তাতেও আ'গুন দেয়ার পর মসজিদ তার পাশের দুটি বাড়িতে আ'গুন দেয় দলবেধে।''

এদিকে আজ বুধবার দিল্লির চাঁদবাগ এলাকার একটি ড্রেন থেকে এক গোয়ে'ন্দা কর্মকর্তার ম'রদেহ উ'দ্ধা'র করা হয়েছে। এর আগে গতকাল এক পুলিশ কর্মকর্তাও সহিং'সতার ক'বলে পড়ে প্রাণ হা'রান। এছাড়া একই পরিবারের তিনজনসহ মোট ২৪ জনের মৃ'ত্যুর খবর পাওয়া গেছে। প্যান্ট খুলে ধর্ম যাচাইসহ নানাভাবে হে'ন'স্তা করা হয়েছে সাংবাদিকদের।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই ঘটনাকে ভী'তিকর হিসেব অভি'হিত করে সহিং'স এই পরি'স্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী মোতায়েন করার আহ্বান জানিয়েছেন। এদিকে গতকাল মঙ্গলবার হিন্দু ধর্মাবল্বী প্রায় ৫০০ তরুণের একটি দল অশোকনগর এলাকার একটি মসজিদে আ'গুন দিয়ে তার মিনারে হনুমানের পতাকা ঝুলিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দিল্লির এই সহিং'সতার জে'রে বোর্ড পরীক্ষা স্থ'গিত রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া ব'ন্ধ রয়েছে রাজধানী শহরটির প্রায় সব সরকারি স্কুল। রায়ট গিয়ারে ফ্ল্যাগমার্চ (দা'ঙ্গা বিরো'ধী অবস্থান) দিচ্ছেন আধাসামরিক বাহিনীর জওয়ান ও দিল্লি পুলিশ। দেখামাত্রই গু'লি অর্থাৎ ''শু'ট অ্যাট সা'ইটের'' নির্দেশ দেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে