বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০, ১০:৪২:৩৬

দিল্লি সহিং'সতায় উ'স্কা'নি দেওয়ার নাটের গুরু কে এই বিজেপি নেতা কপিল?

দিল্লি সহিং'সতায় উ'স্কা'নি দেওয়ার নাটের গুরু কে এই বিজেপি নেতা কপিল?

আন্তর্জাতিক ডেস্ক : নয়াদিল্লির সহিং'সতার পেছনে বিজেপির স্থানীয় নেতা কপিল মিশ্র নাটের গুরু হিসেবে কাজ করেছেন বলে দেশটির বেশকিছু গণমাধ্যমে দাবি করা হয়েছে। একটি ভিডিওতে বিজেপির এই নেতাকে দিল্লির উত্তর-পূর্বাঞ্চলে নাগরিকত্ব সংশো'ধনী আইন (সিএএ) বিরো'ধী যে বি'ক্ষো'ভ চলছে, সেই বি'ক্ষো'ভে অংশগ্রহণকারীদের তিনদিনের মধ্যে হ'টিয়ে দিতে পুলিশকে আ'ল্টিমে'টাম দিতে দেখা যায়।

একই সঙ্গে বেঁধে দেয়া এই সময়ের মধ্যে বি'ক্ষো'ভকারীদের হ'টিয়ে না দেয়া হলে ভ'য়াব'হ পরি'স্থি'তির মুখোমুখি হতে হবে বলে হু'ম'কিও দেন তিনি। তার এই হু'ম'কির পরদিন রোববার নয়াদিল্লির উত্তরপূর্বে ব্যা'পক সং'ঘা'ত ছড়িয়ে পড়ে। মুসলিমদের বাড়ি-ঘর, দোকানপাট হা'মলার ঘটনা ঘটে। গত তিনদিনে নাগরিকত্ব আইনের পক্ষের ও বিরো'ধীদের সং'ঘ'র্ষে অন্তত ২৩ জনের প্রা'ণহা'নি ও আরও দুই শতাধিক মানুষ আহ'ত হয়েছেন।

এ ঘটনার পর দেশটির অনেকেই বিজেপির এই নেতাকে স'ন্ত্রা'সী হিসেবে আ'খ্যা দিয়ে গ্রে'ফ'তারের দাবি জানিয়েছেন। জবাবে বুধবার এক টুইট বার্তায় বিজেপির এই নেতা বলেন, যারা কাশ্মীরের বি'চ্ছি'ন্নতাবা'দী বুরহান ওয়ানী এবং আফজাল গুরুকে স'ন্ত্রা'সী মনে করেন না; তারাই আমাকে স'ন্ত্রা'সী বলছেন। যারা ইয়াকুব মেমন, উমর খালিদ এবং শারজীল ইমামের মুক্তির জন্য আদালতে যান; তারাই আমাকে গ্রেফ'তারের দাবি জানিয়েছেন। হিন্দিতে করা টুইটের শেষে হিন্দু'ত্ববা'দীদের স্লো'গান ''জয় শ্রী রাম'' জুড়ে দেন কপিল মিশ্র।

সা'ম্প্র'দায়িক বি'দ্বে'ষ এবং উ'সকা'নিমূলক বার্তা ছড়ানোর জন্য দেশটিতে পরিচিত বিজেপির এই নেতা রোববার উত্তরপূর্ব দিল্লির মৌজপুর এলাকায় নাগরিকত্ব আইনের সমর্থনে বি'ক্ষো'ভ সমাবেশের ডাক দিয়েছিলেন। ওই এলাকার পাশে জাফরাবাদে নাগরিকত্ব আইনে বি'রু'দ্ধে গত শনিবার রাত থেকে বি'ক্ষো'ভ করে আসছেন শত শত মানুষ। বিজেপি নেতা কপিল মিশ্র জাফরাবাদ এবং মৌজপুর এলাকা থেকে বিক্ষোভকারীদের যেকোনও মূল্যে হ'টিয়ে দিতে দিল্লি পুলিশকে আ'ল্টিমে'টাম দেন। 

পুলিশ ব্যবস্থা না নিলে বি'ক্ষো'ভকারীদের রাস্তায় ধ'রে ধ'রে পে'টা'নো হবে বলেও হু'ম'কি দেন তিনি। তার এই হু'ম'কির কয়েক ঘণ্টা পর মৌজপুরে নাগরিকত্ব আইনের সমর্থক ও বি'প'ক্ষের লোকজনের মাঝে সং'ঘ'র্ষ ছড়িয়ে পড়ে। তার আগে এক ভিডিও বার্তায় কপিল মিশ্র বলেন, জাফরাবাদ এবং চাঁদবাগের রাস্তা থেকে বি'ক্ষো'ভকারীদের স'রিয়ে দিতে দিল্লি পুলিশকে তিনদিনের আ'ল্টিমে'টাম দেয়া হলো। তিনদিন পর পুলিশের কোনও কথাই আমরা শুনবো না। 

এমন হু'ঙ্কা'রের সময় কপিল মিশ্রের পাশে দিল্লি পুলিশের কর্মকর্তাদের দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভিডিওতে। দেশটির বিরো'ধীদলীয় নেতারা কপিল মিশ্রের উ'স'কা'নি এবং হু'মকির তী'ব্র স'মালো'চনা করেন। দিল্লির প্রা'ণঘা'তী সহিং'সতার জন্য অনেকেই বিজেপির এই নেতাকে দাবি করেছেন। এমনকি বিজেপি দলীয় সংসদ সদস্য ও দেশটির সাবেক ক্রিকেট তারকা গৌতম গাম্ভীরও কপিল মিশ্রের তী'ব্র স'মালো'চনা করেছেন।

মঙ্গলবার একাধিক টুইটে কপিল মিশ্র বলেন, তাকে গা'লিগা'লাজ করা হচ্ছে এবং অনেকেই তাকে হ'ত্যার হু'ম'কি দিচ্ছেন। নাগরিকত্ব সংশো'ধনী আইন সমর্থন করে তিনি কোনও ধরনের ভুল করেননি বলে টুইটে দাবি করেন। কপিল মিশ্র বলেন, আমাকে টেলিফোনে অনেকেই হ'ত্যার হু'মকি দিচ্ছে। রাজনীতিবিদ, সাংবাদিক-সহ অনেকেই আমাকে ফোন করে গা'লিগা'লাজ করছেন। কিন্তু আমি তাতে ভী'ত নই।

কপিল মিশ্র ৫ বছর কেজরিয়াল সরকারের রাজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তবে, ২০১৯ সালে আম-আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দেন। চলতি মাসে অনুষ্ঠিত দিল্লির বিধানসভা নির্বাচনে প্রতিদ্ব'ন্দ্বি'তা করে হে'রে যান কপিল মিশ্র। দেশটিতে মুসলিম বি'দ্বে'ষী বার্তা ছড়ানোর জন্য অনেকের কাছে পরিচিত তিনি। দুই মাস আগে নাগরিকত্ব সংশো'ধনী আইন পাস হয়ে যাওয়ার পর তার মুসলিমবিদ্বে'ষী বার্তা ছড়ানোর মাত্রা বেড়ে যায় তার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে