বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০, ১১:১৮:৩০

হিং'সার কোনও ধর্ম নেই, ঈমানও নেই: ইরফান পাঠান

হিং'সার কোনও ধর্ম নেই, ঈমানও নেই: ইরফান পাঠান

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লিতে চ'ল'মান নাগরিক'ত্ব সং'শো'ধনী আইনের প'ক্ষ-বিপ'ক্ষ গ্রু'পের স'হিং'স'তায় মৃ'তের সং'খ্যা বে'ড়ে দাঁ'ড়িয়েছে ২৩ জনে।এমন পরি'স্থি'তে শা'ন্তি ব'জায় রাখার আহ্বা'ন জানিয়েছেন ভারতের জাতীয় দলের হয়ে খেলা দুই মুসলিম ক্রিকেটার ইরফান পাঠান ও মোহাম্মদ কাইফ।

টুইটার পো'স্টে ইরফান লিখেছেন, ‘হিং'সা এমন একটি রো'গ যা যেকোনও রো'গের থেকে দ্রু'ত ছ'ড়ায়। এটার কোনও ধর্ম নেই, ঈমানও নেই। এর মাধ্যমে একে'র পর এক ঘর জ্ব'ল'তেই থাকে।’

মোহাম্মদ কাইফ টুইটারে পো'স্টে লিখেছেন, ‘সৃ'ষ্টির শুরু থেকেই ঘৃ'ণা ও স'হিং'সতা কারও জন্য ভালো কিছু আ'নতে পারেনি। সব সময় ধ্বং'স'স্তূ'পই উপহার দিয়েছে। আমাদের দেশ পৃথিবীর সবচেয়ে প্রা'ণব'ন্ত এবং বৈ'চি'ত্র্যপূ'র্ণ। এটাকেই শ'ক্তিতে প'রিণ'ত করতে হবে। ভবিষ্যতের জন্য, আমাদের সন্তানদের জন্য, বিশে'ষ করে ভারতের জন্য। আসু'ন কাঁ'ধে কাঁ'ধ মি'লিয়ে দাঁ'ড়াই।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে