বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০, ১২:৫৮:৪৯

মসজিদের পর এবার দিল্লিতে সহিং'সতার আ'গুনে পুড়লো মাজার

মসজিদের পর এবার দিল্লিতে সহিং'সতার আ'গুনে পুড়লো মাজার

আন্তর্জাতিক ডেস্ক : গত সোমবার থেকে উত্তর-পূর্ব দিল্লির এলাকাগুলো যেন র'ণক্ষে'ত্র। সদ্যপ্রণীত নাগরিকত্ব সংশো'ধনী আইন (সিএএ) বিরো'ধীদের বি'ক্ষো'ভে হিন্দুত্ববাদী গোষ্ঠীর মানুষজন সহিং'সতা চালাচ্ছে। তাতে নিহ'ত হয়েছেন হিন্দু-মুসলিম উভয় ধর্মের ২৪ জন। এ সহিং'সতায় মসজিদ-মাজারে আ’গুন দিয়েছে বি'ক্ষো'ভকারীরা।

উ'ত্ত'প্ত দিল্লির ওইসব এলাকায় অ'স্ত্রধা'রীদের গু'লি ছুড়তেও দেখা গেছে। অনেক বাড়িঘরে আ'গুন জ্বা'লিয়ে দেয়া হয়েছে। অ'গ্নিকা'ণ্ডে বি'ধ্ব'স্ত হয়েছে দোকানপাটসহ রাস্তাঘাট। আ'গুনে পুড়ে গেছে যানবাহন। জাতিগত সহিং'সতার এ আ'গুনে আহ'ত হয়েছেন দুই শতাধিক মানুষ। রাস্তায় তা'ণ্ডব চালাচ্ছেন অ'স্ত্রধা'রীরা, আ'গুন দিচ্ছে যত্রতত্র।

মাজারে আ'গুন জ্বা'লানো নিয়ে সিএএ সমর্থকরা বলেন, আমরা জানি না এটা কে করেছে। সম্ভবত মুসলিমরা নিজেরাই এটা করেছে। যারা এটা করেছে আমরা তার নাম আপনাকে বলতে পারি। আমরা তাদের ভালো করেই চিনি। তবে আমরা আপনাকে বলবো না। আমরা এটা করেছি; আমরা সবাই এটা করেছি। ক্যামেরা ব'ন্ধ করেন। আমরা থাকতে একজন ব্যক্তিও পুড়বে না। 

তারা আরও বলেন, আমাদের অবস্থান হলো তাদের বি'রু'দ্ধে যারা সিএএ বিরোধিতা করছে। আমাদের দেশে তাদের (পড়ুন মুসলিমদের) এমন করে বিক্ষো'ভ করার সা'হস হয় কীভাবে? এটা কি তাদের দেশ? এটা আমাদের দেশ। তারা কি আমাদের চেয়ে বড় গু'ন্ডা? আমরা হলাম সবচেয়ে বড় গু'ন্ডা। আমাদের তাদের অবস্থান দেখাবো, তাদের তাদের ঘরেও থাকতে দেব না। বাড়িঘর জ্বা'লিয়ে দেয়া হয়েছে, হাসপাতালও।

সিএএ সমর্থকরা বলেন, সিএএ এবং এনআরসি (জাতীয় নাগরিক পঞ্জি) অবশ্যই প্রণয়ন করতে হবে। যদি সরকার আমাদের নাগরিকত্ব জানতে চায়, তাহলে আমরা তাদের নথি দেখাবো। আমাদের এখানে শুধু এদেশের মানুষরাই থাকবে। আমরা তাদের কেন রাখবো এখানে?

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে