বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০, ১২:২১:৪৫

দিল্লির হাসপাতালে সন্তানের লা'শের অপেক্ষা, নিহ'ত হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই

দিল্লির হাসপাতালে সন্তানের লা'শের অপেক্ষা, নিহ'ত হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) দেশজু'ড়ে যে অশা'ন্তির জন্ম দিয়েছে, এতে দিল্লিতে মৃ'ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। আহ'ত দুই শতাধিক। নিহ'ত ব্যক্তিদের মধ্যে হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই রয়েছেন।

চারদিকে শুধু আ'র্তনাদ আর র'ক্ত। আ'র্তনাদের কোনো ধর্ম নেই। র'ক্তের রঙে ভেদাভেদ নেই। হাসপাতালগুলোতে কান্না'র রোল।

কলকাতার একটি গণমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এলো নির্ম'মতার এমনই এক চিত্র। সেখানে বলা হচ্ছে- জিটিবি হাসপাতালে ম'র্গের সামনে দীর্ঘ লাইন। কম করে ৫ থেকে ৬টি পরিবার দাঁড়িয়ে লাইনে। লা'শ চিহ্নিত করবেন তারা। পরিবারগুলোর কা'ন্নায় ধর্ম নেই। হিন্দু-মুসলমান মিলে মিশে দাঁড়িয়ে। নিজেরা নিজেদের স্বান্তনা দিচ্ছেন।

২৬ বছরের রাহুল সোলাঙ্কি গু'লিবিদ্ধ হয়ে নি'থর দে'হে পড়ে আছেন। পাশেই আরেকটি ম'রদে'হ। পাশেই বসে রয়েছেন ৬৪ বছরের সদরুদ্দিন। ৩২ বছরের ছেলে মোহাম্মদ ফুরকানকে হা'রিয়েছেন তিনি। বু'লেট তার শরীরের এক পাশ দিয়ে ঢুকে বেরিয়েছে আরকে পাশ দিয়ে। তিনিও ছেলের দেহ সনাক্ত করবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে