বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০, ০৪:৩৮:১৫

''দিল্লিতে বেছে বেছে মুসলিমদেরই ওপর হা'মলা'' মার্কিন কমিশনের বিস্ফো'রক রিপোর্ট

''দিল্লিতে বেছে বেছে মুসলিমদেরই ওপর হা'মলা'' মার্কিন কমিশনের বিস্ফো'রক রিপোর্ট

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প দেশে ফিরতেই দিল্লির হিং'সা নিয়ে বেসুরো আমেরিকা! আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত মার্কিন কমিশনের দাবি, ''দিল্লিতে যে হিং'সা চলছে তাতে আ'ক্রা'ন্ত হচ্ছে বেশি মুসলিমরাই! অথচ, আশ্চ'র্যজনকভাবে পুরো ঘটনায় নীরব প্রশাসন।'' পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বে'গ প্রকাশ করেছে মার্কিন কমিশনটি। 

যার ফলে আন্তর্জাতিক মহলে প্যাঁচে পড়ে যেতে পারে ভারত। জ'টিলতা কা'টাতে ত'ড়িঘ'ড়ি আসরে নেমেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়। নয়াদিল্লির তরফে মার্কিন কমিশনটির এই অ'ভিযো'গ খা'রিজ করে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত মার্কিন কমিশনটির অভিযোগ, দিল্লিতে বেছে বেছে মুসলিমদের উপর হা'মলা চালানো হচ্ছে। এই নৃশং'স হিং'সা থেকে সাধারণ নাগরিকদের নিরা'পত্তা দিতে ব্য'র্থ ভারত সরকার।

ঘটনায় উদ্বে'গ প্রকাশ করে সরকারের 'নীরবতা' নিয়ে প্রশ্ন তুলেছে সংস্থাটি। কমিশনটির প্রধান টনি পার্কিনস একটি বিবৃতিতে অ'ভিযো'গ করেছেন, ''আমরা দেখেছি দি'ল্লির হিং'সায় বেছে বেছে মুসলিমদের আ'ক্রম'ণ করা হচ্ছে। ওদের বাড়ি, দোকান পুড়িয়ে দেওয়া হচ্ছে। সরকারের প্রাথমিক দায়িত্বগুলির মধ্যে একটি হল, দেশের প্রত্যেক নাগরিককে ধর্মবিশ্বাস নির্বিশেষে নিরা'পত্তা দেওয়া।''

ভারত সরকারের কাছে আরজি জানিয়ে পারকিনস বলেন, ''আমরা ভারত সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা উন্ম'ক্ত জনতার হাত থেকে মুসলিমদের বাঁচান।'' মার্কিন কমিশনের এই বিবৃতির পরই নড়েচড়ে বসে নয়াদিল্লি। টুইটে বলেছেন, অ'ভিযো'গটি একেবারেই সত্যি নয়। এটি একটি একপেশে এবং বি'ভ্রা'ন্তমূলক বিবৃতি।

ভারতের পররাষ্ট্র মুখপাত্র রবীশ কুমার বলেন, ''এই বিবৃতিটি রাজনৈতিক উদ্দেশ্যেও দেওয়া হয়ে থাকতে পারে। সরকার হিং'সা রু'খতে উপযুক্ত পদক্ষেপ করছে। আইনশৃ'ঙ্খলা র'ক্ষার দায়িত্বে থাকা সংস্থাগুলি হিং'সা এড়িয়ে শান্তি ফেরানোর চেষ্টা করছে। প্রধানমন্ত্রী নিজে ভ্রাতৃত্বের বার্তা দিয়েছেন। শান্তি ফেরানোর আরজি জানিয়েছেন। এই পরি'স্থি'তিতে এই ধরনের দায়ি'ত্বজ্ঞা'নহীন মন্তব্য করা উচিত নয়।'' সূত্র : সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে