বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০, ০৭:২৫:৩৯

দা'ঙ্গা তো জীবনের অঙ্গ, মাঝেমধ্যেই হয় : দিল্লী নিয়ে মন্ত্রীর বি'তর্কি'ত মন্তব্য

দা'ঙ্গা তো জীবনের অঙ্গ, মাঝেমধ্যেই হয় : দিল্লী নিয়ে মন্ত্রীর বি'তর্কি'ত মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক : সাম্প্রদা'য়িক অ'শা'ন্তির জেরে দিল্লির পরি'স্থি'তি ক্র'ম'শই ভ'য়াব'হ হয়ে উঠেছে। বিভিন্ন জায়গায় হওয়া সং'ঘ'র্ষের জেরে এখনও পর্যন্ত মোট ৩৫ জনের মৃ'ত্যু হয়েছে। জ'খ'ম হয়েছেন আরও ২০০ জনের বেশি। পরি'স্থি'তি সামাল দেওয়ার জন্য বৃহস্পতিবার দুপুরে জ'রু'রি বৈঠকও করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল থেকে শুরু করে দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েক সবাই শান্তি ফেরানোর জন্য প্রশাসন সর্বতোরকম চেষ্টা করছে বলেও দাবি করে। আজ দুপুরেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে এই বিষয়ে হ'স্তক্ষে'প করার দাবি জানায় কংগ্রেস। কেন্দ্র ও দিল্লি সরকারের বি'রু'দ্ধে তো'প দে'গে অমিত শাহকে স্বরাষ্ট্র মন্ত্রীর প'দ সরানোর দাবি জানায়। 

অন্যদিকে কেন্দ্রীয় সরকারকে অবি'লম্বে হিং'সা আট'কানোর নির্দেশ দেওয়া হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরফেও। এর মাঝেই সাম্প্র'দায়িক দা'ঙ্গার ঘটনাকে জীবনের অংশ বলে মন্তব্য করে বি'তর্কে জড়ালেন হরিয়ানার বিদ্যুৎমন্ত্রী ও রানিয়ার নির্দল বিধায়ক রঞ্জিত সিং চৌটালা। গত শনিবার থেকে নাগরিকত্ব আইনের বিরোধিতায় জাফরাবাদ মেট্রো স্টেশনের সামনে অবস্থান করছিলেন মুসলিম মহিলারা।

সেই ঘটনাকে কেন্দ্র করে আস্তে আস্তে উত্তে'জনা ছড়ায় উত্তর-পূর্ব দিল্লিতে। বিষয়টিকে কেন্দ্র করে রবিবার থেকেই বিভিন্ন জায়গায় গ'ন্ডগো'লে জড়িয়ে পড়ে এই আইনের সমর্থক ও বিরো'ধীরা। তারপর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মোট ৩৫ জনের মৃ'ত্যুর খবর পাওয়া গিয়েছে। পরি'স্থি'তি নিয়ন্ত্রণের জন্য গ'ন্ডগো'লকারীদের দেখামাত্রই গু'লি করার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রনালয়। অন্যদিকে সাধারণ মানুষের কাছে শান্তি বজায় রাখার অনুরোধও জানানো হয়েছে প্রশাসনের তরফে। 

সবাই যখন দিল্লির শান্তি ফেরানোর চেষ্টা করছে ঠিক তখনই দা'ঙ্গাকে জীবনের অঙ্গ বলে মন্তব্য করলেন রঞ্জিত সিং চৌটালা। এপ্রসঙ্গে কথা বলতে গিয়ে ইন্দিরা গান্ধীর মৃ'ত্যুর পর দিল্লিতে হওয়া দা'ঙ্গার প্রসঙ্গও উত্থাপন করেন। তিনি বলেন, ''দা'ঙ্গা তো হয়েই থাকে। এমন নয় যে এই প্রথম হচ্ছে। ১৯৮৪ সালে যখন ইন্দিরা গান্ধীকে হ'ত্যা করা হয়েছিল তখনও পুরো দিল্লি জ্ব'লছিল। এটা তো জীবনের অঙ্গ। মাঝেমধ্যেই হয়ে থাকে।'' সূত্র : সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে