আন্তর্জাতিক ডেস্ক : দুই ঘন্টার ব্যবধানে দুটি ভিন্ন জায়গায় পথ হা'রানো ১৯ বছরের এক তরুণীকে ধ'র্ষণ করল তিন ব্যক্তি। গত ১৯ ফেব্রুয়ারি এই ঘটনা ঘটেছে ভারতের মুম্বাইয়ের নবি মুম্বাই এলাকায়। মাত্র দুঘণ্টার ব্যবধানে। বুধবার পুলিশ জানিয়ছে, ঘটনায় অ'ভিযু'ক্ত তিন ব্যক্তিকেই গ্রে'প্তার করা হয়েছে।
রাবালে এমআইডিসি থানার স্টেশন অফিসার জানিয়েছেন, ১৮ ফেব্রুয়ারি ঘা'টকো'পার যাওয়ার ট্রেন মিস করেন ওই যুবতী। ওই দিন অন্য একটি ট্রেন ধরে থানে জেলার মাম্ব্রা স্টেশনে পৌঁছান। সেখানেই রাত কা'টিয়ে ১৯ ফেব্রুয়ারি দিবা স্টেশনে যান। সেখানে গিয়ে নাকের নথ বিক্রির জন্য এক মহিলা ভিক্ষুকের সাহায্য চান। কিন্তু রাত অবধি সেটি বিক্রি করতে পারেননি তিনি। হাঁটতে হাঁটতে তিনি দিবা স্টেশনে পৌঁছনোর চেষ্টা করছিলেন। কিন্তু পথ খুঁ'জে পাচ্ছিলেন না।
রাত সাড়ে আটটার সময় জনৈক অটোচালককে স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য অ'নুরো'ধ জানান। অটোচালক তাকে স্টেশন পৌঁছে দেওয়ার পরিবর্তে একটি ভা'ঙাচো'রা বাড়িতে নিয়ে গিয়ে ধ'র্ষ'ণ করে বলে পুলিশকে জানিয়েছেন ওই যুবতী। ধ'র্ষণের পর ওই অটোচালক তাকে এক নি'র্জ'ন জায়গায় মন্দিরের পাশে ছেড়ে দেয়।
তখন প্রায় রাত দশটা বাজে। সে সময় দুই বাইক আরো'হী তাকে স্টেশনে পৌঁছে দেওয়ার নামে বাইকে তোলে। তারপর তাকে ঘাঁসোলি এলাকার নি'র্জ'ন স্থানে নিয়ে গিয়ে ফের ধ'র্ষ'ণ করে। ২৩ ফেব্রুয়ারি এই ঘটনায় অ'ভিযো'গ দায়ের হয় রাবেলা এমআইডিসি স্টেশনে। তারপর অটোচালক সহ তিনজনকেই গ্রে'প্তার করেছে পুলিশ। অ'ভিযু'ক্ত তিনজনকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফা'জতে রাখা হবে বলে জানা গিয়েছে। সূত্র: আনন্দবাজার