এবার ট্যুইটারেই দেয়া যাবে সব ধরণের বিল
আন্তর্জাতিক ডেস্ক : ট্যুইটারের মাধ্যমেই গ্রাহকরা বিভিন্ন বিল জমা দিতে পারবেন। তেমন সম্ভাবনা বেশ জোরালো। টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ব্যবস্থা খুব শিগগিরই চালু করার চেষ্টা চলছে। বলা হচ্ছে, সোশ্যাল নেটওয়ার্কিং-কে আলাদা মাত্রা দেবে এই উদ্যোগ। ট্যুইটারের মাধ্যমে এবার বিল পেমেন্টও করতে পারবেন ভারতের গ্রাহকেরা!
ভারতের স্টার্ট-আপ সংস্থা ‘লুকআপ’-এর সঙ্গে সম্প্রতি একটি পার্টনারশিপে গিয়েছে ট্যুইটার। এর ফলে ট্যুইটার ব্যবহারকারীরা @lookup-এ মেসেজ পাঠালেই অ্যাপয়েন্টমেন্ট বুকিং থেকে শুরু করে আর্থিক লেনদেনের মতো নানা কাজ করতে পারেন। ভারতের ট্যুইটার ব্যবহারকারীরা খুব শিগগিরই ট্যুইটারের মাধ্যমে সব রকমের বিল পেমেন্ট করতে পারেন। এমনকি ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সরাসরি চ্যাটেরও ব্যবস্থা রাখা হয়েছে।
বর্তমানে ক্রেতারা ‘বাই’ বাটন ব্যবহার করে সোশ্যাল নেটওয়ার্কের মধ্যমে কেনাকাটা করতে পারেন ট্যুইটারের মাধ্যমে। নয়া ব্যবস্থায় অর্ডার এবং প্লেসমেন্ট-এর জন্য পৃথক ব্যবস্থা হবে, সেটাও অফলাইনে। কথাবার্তায় সাহায্য করবে ট্যুইটার। এভাবেই ক্রমশ বিল পেমেন্টের ব্যবস্থা করার দিকে এগিয়ে যাওয়া হবে।
২৭ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�