বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০, ১১:১৩:২৭

ক'ঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিলেন ইমরান খান

ক'ঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে মুসলিমদের উপর হা'মলার জে'রে পাকিস্তানে কোন সংখ্যালঘু বা তাদের উপাসনালয়ে হাম'লা হলেই তার বিরুদ্ধে ক'ঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

গত মঙ্গলবার এক টুইট বার্তায় ইমরান খান বলেন, ‘আমি আমাদের নাগরিকদের সতর্ক করে দিতে চাই যে, আমাদের সংখ্যালঘু নাগরিক বা তাদের উপাসনালয়ের উপর যে কোন হা'মলা চেষ্টাকে ক'ঠোরভাবে দমন করা হবে। আমাদের সংখ্যালঘুরা অন্যান্যদের মতোই সমান অধিকার নিয়ে এখানে বসবাস করে।’

এদিকে এখন পর্যন্ত ভারতে প্রাণ গেছে অন্তত ৩৪ জনের। দেশটিতে সংখ্যালঘু মুসলিমদের বেছে বেছে হা’মলা করা হচ্ছে বলে অ'ভি'যোগ উঠেছে। এর মধ্যেই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির গড়লেন স্থানীয় মুসলিমরা।

এর আগে গতকাল বুধবার হাতে হাত রেখে মানবশৃঙ্খল করে চাঁদবাগের একটি ম'ন্দির ধ্বং'সের হাত থেকে রক্ষা করেছেন সেখানকার মুসলিমরা। এর মাত্র একদিন আগেই শহরের অশোকনগর এলাকার একটি মসজিদে হা’মলা চালায় উ'গ্র হিন্দু'ত্ববাদী দুর্বৃ'ত্তরা।

এ ঘটনার পর সাম্প্রদায়িক স'হিং'সতা আরও বেড়ে যাওয়ার আশ'ঙ্কা তৈরি হয়। কিন্তু বুধবার চাঁদবাগ মন্দিরে হা’মলা প্র'তি'রোধ করে ভ্রা'তৃত্বের অনন্য নজির গড়লেন স্থানীয় মুসলিম নারী পরুষরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে