শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০, ১২:৩৫:২১

সি'এএ-এনআরসি নিয়ে দে'শবাসীর ল'ড়াই স্বাধীনতার জন্য সং'গ্রাম : কানহাইয়া

সি'এএ-এনআরসি নিয়ে দে'শবাসীর ল'ড়াই স্বাধীনতার জন্য সং'গ্রাম : কানহাইয়া

আন্তর্জাতিক ডেস্ক : সিএএ, এনআরসি ও এনআরপি নিয়ে ভারতীয়দের যে ল'ড়াই তা স্বাধীনতার জন্য দ্বিতীয় সং'গ্রাম দেশবাসীর বলেন জানিয়েছেন সিপিআই নেতা তথা জেএনইউ ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার। বৃহস্পতিবার বিহারের পাটনায় '‌সংবিধান বাঁ'চাও'‌ জ'নসভায় গিয়ে একথা বলেন তিনি।

কানহাইয়া কুমার জানান, যে রাজনৈতিক উদ্দেশ্য সফল করতেই দিল্লিতে যে শা'সক দল রয়েছে তারা এ ধরনের ঘৃ'ণ্য কাজে তেল ঢা'লছে। তিনি বলেন, '‌কিন্তু বিহারে, আমরা এ ধরনের দল, যারা ধ'র্মা'ন্ধ ও ধর্মের রাজনীতি করে, তাদের রে'য়াত করব না। জনগণ এখন অরা'জকতার মধ্যে প'ড়ে না যাওয়ার জন্য জাতির স্বার্থে সংবিধান বাঁ'চাতে চায়।'‌ 

কানহাইয়া কুমার আরও জানান, যে ভারতের এখন নি'র্ভ'য় ভগত 'সিং, সমতা নিয়ে আসা বিআর আ'ম্বেদক'র ও একতার প্রতীক মহা'ত্মা গান্ধীকে প্রয়োজন, যারা ফ্যা'সিবা'দী শক্তির অ'ত্যা'চারের বি'রু'দ্ধে ল'ড়া'ই করবে। কানহাইয়ার অ'ভি'যোগ করেন, বে'কা'রত্ব, দ'রিদ্র ও অন্য সম'স্যার আ'ধিক্য মানুষের জীবনকে ন'ষ্ট করে দিচ্ছে কিন্তু দেশের বিজেপি শা'সিত এনডিএ সরকার ধ'র্মের নামে দেশকে বিভ'ক্ত করার জন্য উ'ঠে প'ড়ে লেগেছে। সূত্র : ওয়ান ইন্ডিয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে