শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০, ০১:০১:২৬

দিল্লিতে মুসলিম বিদ্বে'ষী হিং'সা নিয়ে এবার মুখ খুলল আরএসএস!

দিল্লিতে মুসলিম বিদ্বে'ষী হিং'সা নিয়ে এবার মুখ খুলল আরএসএস!

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লিতে মুসলিম বিদ্বে'ষী হিং'সা রু'খতে পর্যাপ্ত পদক্ষেপ নিক সরকার। এবার এমনই দাবি তুলল আরএসএস। এই বিষয়ে আরএসএস-এর সাধারণ সম্পাদক সুরেশ যোশী বলেন, 'সরকারের উচিত অবিলম্বে দিল্লির অ'শান্ত এলাকাগুলিতে শান্তি ফিরিয়ে আনা। কেউ কোনও ভাবেই নিজেদের হাতে আইন তুলে নিতে পারে না।'

শনিবার শুরু হয় দিল্লিতে সিএএ সম'র্থক ও বি'রো'ধী পক্ষের সং'ঘ'র্ষ। এরপর বুধবার পরি'স্থি'তির এতটা অব'নতি হয় যে রাজধানীতে সেনা নামানোর পক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মূলত, দিল্লির মৌজপুর, বাবরপুর, কবিরনগর, পশ্চিম জ্যোতি নগর, গোকুলপুরীর গলিতে এই হিং'সার ছবি ন'জরে পড়েছে বারবার। দিল্লির হিং'সা নিয়ন্ত্রণে ব্য'র্থ পুলিশ। এই নিয়ে প্রকাশ্যে দিল্লি পুলিশকে ভর্ৎ'সনা করে সুপ্রিম কোর্ট।

দিল্লি হাইকোর্টের প্রশ্নের মুখেও পড়ে দিল্লি পুলিশ। হাইকোর্টের প্রশ্ন, উ'স্কা'নিমূলক বক্তব্য রাখা সত্ত্বেও কেন তিনজন বিজেপি নেতার বি'রু'দ্ধে কোনও এফআইআর দায়ের করেনি দিল্লি পুলিশ। হাইকোর্ট বলে, 'এই নেতাদের বি'রু'দ্ধে এফআইআর দায়ের করতে যত দেরি হবে তত পরি'স্থি'তি হাতের নাগালের বাইরে চলে যাবে। এই নেতাদের বি'রু'দ্ধে কোনও এফআইআর দায়ের না হলে তা ভুল বার্তা ছড়াচ্ছে।'

গত চার দিনের হিং'সায় এখনও পর্যন্ত ৩৫ জনের মৃ'ত্যু হয়েছে দিল্লিতে। বেশ কিছু ব্যবস্থা নেওয়া সত্ত্বেও পরি'স্থি'তি নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না দিল্লিতে। এই গো'ষ্ঠী সং'ঘর্ষের মধ্যে সর্বাধিক ক্ষ'তিগ্র'স্ত অঞ্চলে আইন শৃঙ্খলা র'ক্ষার জন্য স্পে'শাল সেল, ক্রা'ইম ব্রাঞ্চ এবং অর্থনৈতিক অ'পরা'ধ শাখার (ইডা'ব্লু) তরফ থেকে প্রায় ৩৫ কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। দেওয়া হয় শু'ট অ্যাট সা'ইটের নির্দেশ। বিশেষ পুলিশ কমিশনার পদে নিয়োগ করা হয় এসএন শ্রীবাস্তবকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে