শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০, ০১:২৬:৫০

দিল্লিতে যা ঘটেছে তা জাতীয় লজ্জা : মনমোহন সিং

দিল্লিতে যা ঘটেছে তা জাতীয় লজ্জা : মনমোহন সিং

আন্তর্জাতিক ডেস্ক : শনিবার শুরু হয় দিল্লিতে সিএএ সমর্থক ও বিরো'ধী পক্ষের সং'ঘ'র্ষ। এরপর বুধবার পরি'স্থি'তির এতটা অ'বন'তি হয় যে রাজধানীতে সেনা নামানোর পক্ষে সওয়াল করেন আপের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জাতীয় রাজধানীতে এহেন পরি'স্থি'তিকে জাতীয় লজ্জা বলে আখ্যা দিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। 

আজ দিল্লি হিং'সা নিয়ে কংগ্রেসের এক প্রতিনিধি দল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন। সেই দলে ছিলেন মনমোহন। সেখানেই এই মন্তব্য করেন সাবেক এই প্রধানমন্ত্রী। মনমোহন সিং বলেন, ''আমরা রাষ্ট্রপতির কাছে গিয়ে তাকে বলি যে তিনি যাতে এই বিষয়ে কেন্দ্রকে পরামর্শ দেন। দিল্লিতে গত চার দিনে যা ঘটেছে তা অত্য'ন্ত উদ্বে'গের বিষয় এবং জাতীয় লজ্জার বিষয়। এতে কমপক্ষে ৩৪ জন মা'রা গিয়েছে এবং কমপক্ষে ২০০ জন জ'খ'ম হয়েছে। এটি সরকারের ব্য'র্থতার প্রতিচ্ছবি।''

এদিকে সনিয়া গান্ধী দিল্লির ঘটনার জন্য কেন্দ্রীয় সরকারের পাশাপাশি দিল্লির সরকারকে দো'ষারো'প করেন। রাজধানীতে হিং'সা থামাতে সরকার সঠিক সময়ে পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি বলেও অ'ভিযো'গ করেন সনিয়া। সনিয়া গান্ধী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প'দত্যা'গও দাবি করেছিলেন বুধবার। সময়ের সঙ্গে সঙ্গে দুই সম্প্রদায়ের মধ্যে হিং'সার আ'গুন আরও জ্ব'লে উঠছে দিল্লিতে। গত তিন দিনের হিং'সায় এখনও পর্যন্ত ৩৫ জনের মৃ'ত্যু হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে