আন্তর্জাতিক ডেস্ক: ভারতে মুসলিমবি'রোধী স’হিং'সতা নতুন কিছু নয়। অনেকদিন ধ'রেই চ'লছে। এবার সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থক ও বিরোধীদের মধ্যে দিল্লির উত্তরপূর্বের মৌজপুরে ব্যা'প'ক সং’ঘ'র্ষ হয়েছে। এর ফলে ইতিমধ্যেই ৩৭ জনের মৃ’ত্যুর খবর পাওয়া গিয়েছে। জ'খ'ম হয়েছেন আরও ২০০ জনের বেশি মানুষ।
এম'তাব'স্তায়, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভারতের সমালোচনা করে দ্রু'ত এই গ'ণহ’ত্যা ব'ন্ধের আহ্বান জানিয়েছেন এরদোয়ান। এ সময় তুর্কি এই প্রেসিডেন্ট মোদিকে বলেন, এ ধরনের মানুষ কীভাবে বি'শ্বশা'ন্তি প্র'তিষ্ঠা করবে, এটা অস'ম্ভব।
তিনি আরও বলেন, দিল্লিতে প্রাই'ভেট প'ড়তে যাওয়া শিশুরাও দা'ঙ্গা'বা'জদের ক'ব'ল থেকে র'ক্ষা পাচ্ছে না বলে অ'ভিযো'গ করেছেন এরদোয়ান।