শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০, ০৯:১১:২৯

ভারতে ব্যাপক আকারে গ'ণহ'ত্যা চলছে: এরদোয়ান

ভারতে ব্যাপক আকারে গ'ণহ'ত্যা চলছে: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক: নয়াদিল্লির সাম্প্রদায়িক দা'ঙ্গায় ৩৪ জনের প্রা'ণহা'নির ঘটনায় ভারতের সমালোচনা করে দ্রুত এই গ'ণহ'ত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) তিনি এ আহ্বান জানান।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ভারত বর্তমানে এমন একটি দেশে পরিণত হয়েছে, যেখানে ব্যা'পক আ'কারে গ'ণহ'ত্যা চলছে। কোন গ'ণহ'ত্যা? মুসলিম গ'ণহ'ত্যা। কারা করছে? হিন্দুরা।

নয়াদিল্লিতে প্রাইভেট পড়তে যাওয়া শিশুরাও দা'ঙ্গাবা'জদের কবল থেকে রক্ষা পাননি বলে অ'ভি'যোগ করেছেন এরদোয়ান। তিনি বলেন, শিশুদের ধাতব লাঠি দিয়ে হ'ত্যার উদ্দেশে মা'রধ'র করা হয়েছে। তুর্কি এই প্রেসিডেন্ট বলেন, এ ধরনের মানুষ কীভাবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করবে? এটা অসম্ভব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে