শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০, ১১:২৪:১৩

ভি'ডিও দেখার পর অ'ভিযুক্তদের বিরুদ্ধে মামলার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট, চার বিজেপি নেতা শনাক্ত

ভি'ডিও দেখার পর অ'ভিযুক্তদের বিরুদ্ধে মামলার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট, চার বিজেপি নেতা শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইননের সমর্থক ও বিরোধীদের মধ্যে চলমান সংঘ'র্ষে ইতিমধ্যে ৩৭ জন নিহ'ত হয়েছেন। বেছে বেছে মুসলিম সম্প্রদায়ের ওপর আ'ক্রম'ণ করা হচ্ছে বলে খবর দিয়েছে বিবিসি। এ ঘটনায় বিজেপি নেতাদের উস্কা'নির ভি'ডিও জমা হয়েছে হাইকোর্টে। ভি'ডিও দেখার পর অ'ভিযুক্তদের বিরু'দ্ধে মামলার নির্দেশ দিয়েছেন আদালত।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, দিল্লির সংঘ'র্ষের জন্য ইতিমধ্যে চার বিজেপি নেতাকে শনাক্ত করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) তাদের উ'স্কানি'মূলক বক্তব্যের ভি'ডিও দেখেছেন দিল্লির আদালত। ওই চার ব্যক্তি ছাড়া যারা উ'স্কা'নি দিয়েছে তাদের প্রত্যেকের বি'রুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

খবরে বলা হয়েছে, ভি'ডিও দেখার পর আদালত বলেছেন, যাদের মুখ থেকে বি'দ্বে'ষমূলক মন্তব্য বেরিয়েছে, প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে। বুধবার দুপুরে দিল্লি পুলিশকে এ নির্দেশনা দেন হাইকোর্ট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে