শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০, ১১:৪৯:২৯

দিল্লি সহিং'তার তী'ব্র নি'ন্দা জানালো ওআইসি

দিল্লি সহিং'তার তী'ব্র নি'ন্দা জানালো ওআইসি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লিতে চলমান সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরো'ধী বি'ক্ষোভে সহিং'সতার তী'ব্র নি'ন্দা জানিয়েছে অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন (ওআইসি)। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বিবৃতি দিয়েছে ওআইসি।

বিবৃতিতে দিল্লিতে মসজিদ এবং মুসলিম মালিকানাধীন সম্পত্তি ভা'ঙ্গচু'রের নি'ন্দা এবং এই জ'ঘন্য কাজগুলির শি'কার পরিবারের প্রতি আন্তরিক শো'ক প্রকাশ করেছে সংস্থাটি।

ভারত সরকারকে মুসলিম বিরোধী স'হিং'সতার জন্য প্র'রোচি'তকারী এবং অ'পরা'ধীদের বিচারের আওতায় আনা, মুসলিম নাগরিকের সু'রক্ষা এবং সারা দেশে ইসলামি পবিত্র স্থানের সুরক্ষা নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছে ওআইসি।

এদিকে ওআইসির এমন বি'বৃতির নি'ন্দা জানিয়েছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র রাভিশ কুমার। তিনি বলেন, ভারতে মুসলিমদের উপর হিং'সার যে অ'ভিযো'গ করেছে ওআইসি, তা দা'য়িত্ব'জ্ঞানহী'ন। দিল্লিতে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চা'লানো হচ্ছে। সংগঠনগুলোর কাছে আর্জি জানাচ্ছি, এ ধরনের দায়ি'ত্বজ্ঞা'নহী'ন বক্তব্য থেকে বিরত থাকুন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে