শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০, ০২:৩৪:৫৯

মুসলিমদের পক্ষ নেয়ায় ওআইসি’র উপর চট'লো ভারত

মুসলিমদের পক্ষ নেয়ায় ওআইসি’র উপর চট'লো ভারত

আন্তর্জাতিক ডেস্ক: দিল্লিতে মুসলমানদের বাড়ি ঘরের ওপর হা’মলা ও মসজিদে অগ্নি’সংযো'গে এক বিবৃতি দিয়েছিল অর্গানাইজেশন অব ইসলামিক কর্পোরেশনের (ওআইসি)। আর তাতেই ওআইসি’র উপর চ'টে গেল ভারত ।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই বিবৃতি প্রকাশ করা হয়। এতে দিল্লিতে মসজিদ ও মুসলিম মালিকানাধীন সম্পত্তি ভা'ঙচু'রের নিন্দা এবং এই স'হিং'তার শি'কার পরিবারের প্রতি শো'ক প্রকাশ করেছে সংস্থাটি।

গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিল্লিতে সহিং’স'তা চলমান থাকা অবস্থায় হিন্দুত্ববাদী তা’ণ্ড'ব চা'লিয়েছে নি'রীহ মুসলমানদের উপর। তারা অশোক নগর, গোকুলপুরি ও চান্দ বাগের অন্তত তিনটি মসজিদ ও একটি মাজার পু’ড়িয়ে দেওয়ার ঘটনা সম্পর্কে অবগত হয়েছেন। অশোকনগরে মওলা বখস ছাড়াও পু’ড়েছে চান্দ মসজিদ। গোকুলপুরিতে পু’ড়িয়ে দেওয়া হয়েছে জামিয়া আরাবিয়া উলুম মসজিদ আর চান্দবাগে একটি মাজার পু’ড়িয়ে দেওয়া হয়েছে।

মুসলিমদের পক্ষ নেয়ায় বৃহস্পতিবার ওআইসি’র বিপক্ষে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার বলেন, ‘ভারতে মুসলিমদের উপর সহিং’স'তার যে অ'ভিযো'গ করেছে ওআইসি, তা দায়ি'ত্বজ্ঞা'নহী'ন’।

রাভিশ কুমার আরও বলেন, দিল্লিতে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চল'ছে। সংগঠনগুলোর কাছে আবেদন জানাচ্ছি, এ ধরনের দা'য়িত্ব'জ্ঞানহী'ন বক্তব্য থেকে বিরত থাকুন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে