শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০, ০৩:০৮:৫৫

ভারতে ভয়াবহ হা'মলা করবে করোনভাইরা'স!

 ভারতে ভয়াবহ হা'মলা করবে করোনভাইরা'স!

আন্তর্জাতিক ডেস্ক: চিনের বাইরেও অন্যান্য দেশে কী ভাবে ছ'ড়াচ্ছে করোনাভাইরা'স, সেদিকে নজর রাখছে মার্কিন গোয়েন্দা সংস্থা। কোন দেশের সরকার করোনাভাইরা'স প্র'তিরো'ধে কতটা প্রস্তুত, সেদিকেও নজর রাখা হচ্ছে। একবার ছড়িয়ে পড়লে ভারতে এই ভাইরা'সের আ'ক্রম'ণ ভ'য়াব'হ আ'কার নিতে পারে বলে আ'শ'ঙ্কা প্রকাশ করেছে তারা।

ভারতে এখনও পর্যন্ত হাতে গোনা কয়েকজনের শরীরে করোনাভাইরা'সের সং'ক্রম'ণ পাওয়া গিয়েছে। কিন্তু ঘনজনসংখ্যার এই দেশে করোনভাইরা'স প্র'তিরো'ধ করার ক্ষম'তা অত্যন্ত সী'মিত বলে মনে করছে মার্কিন গোয়েন্দা সংস্থা। তাই চিনের পরে যে করোনাভাইরা'সের সম্ভাব্য ক্ষেত্র হিসেবে যে দেশ তাদের সবচেয়ে চিন্তায় রেখেছে তা হল ভারত। করোনভাইরা'সে'র হা'মলা ঠে'কাতে যতটা স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়, তা এই দেশের বেশিরভাগ জায়গাতেই অমিল বলে মনে করছে তারা।

করোনাভাইরা'সের হা'মলায় ইরানের পরিস্থিতি নিয়েও উ'দ্বেগ প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। ইরানেও যে ভাবে এই ভাইরা'স ছ'ড়িয়ে পড়ছে তা অত্যন্ত আ'শঙ্কা'র বলে মনে করা হচ্ছে। এমনকি ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রীও করোনভাইরা'সে আ'ক্রা'ন্ত হয়েছেন বলে খবর।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে