শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০, ০৩:১৪:১৬

দিল্লিতে মুসলমানদের ওপর হা'মলার প্র'তিবাদে বায়তুল মোকাররমে বি'শাল বি'ক্ষোভ

দিল্লিতে মুসলমানদের ওপর হা'মলার প্র'তিবাদে বায়তুল মোকাররমে বি'শাল বি'ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: দিল্লিতে মুসলমানদের ওপর হা'মলার প্র'তিবাদে রাজধানী ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় বি'শাল বি'ক্ষোভ করেছেন মুসল্লিরা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর সমমনা ইসলামী দলগুলোর ব্যানারে মসজিদের গেটে এ বি'ক্ষোভ হয়। এসময় মুসল্লিরা বিভিন্ন স্লো'গান দেন।

এর আগে বায়তুল মোকাররম মসজিদের আশপাশের এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। নামাজ শেষে তাদের অনেকে বি'ক্ষোভে যোগ দেন।

উল্লেখ্য, বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী (সিএএ) আইনকে কেন্দ্র করে দা'ঙ্গা-স'হিং'স'তায় ভারতের রাজধানী দিল্লিতে এখন পর্যন্ত ৩৮ জন প্রা'ণ হা'রিয়েছে। অপরদিকে আ'হ'ত হয়েছে আরও দুই শতাধিক মানুষ। স'হিং'স'তার ঘটনা তদন্তে দু’টি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে