শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০, ০৫:৪৯:০৫

দিল্লিতে গর্ভবতী মুসলিম নারীকে দা'ঙ্গাবা'জদের লা'থি; 'মি'রাক্যাল বেবি'র জন্ম!

দিল্লিতে গর্ভবতী মুসলিম নারীকে দা'ঙ্গাবা'জদের লা'থি; 'মি'রাক্যাল বেবি'র জন্ম!

আন্তর্জাতিক ডেস্ক: ভ'য়া'ব'হ দা'ঙ্গা ছ'ড়িয়ে পড়েছে দিল্লিতে। এখন পর্যন্ত ৪০ জনের বেশি মৃ'ত্যুর খবর পাওয়া গেছে। সাম্প্রদায়িক এই হা'নাহা'নির ঘটনায় ভ'য়াব'হ সব কাহিনী প্রকাশিত হচ্ছে সংবাদমাধ্যমে। শাবানা পারভীনের সন্তান জন্মের ঘটনা জানলে যে কেউ শিউরে উঠবে। ৩০ বছর বয়সী গর্ভবতী এই নারীর পক্ষে দা'ঙ্গা উপদ্রু'ত এলকা ছেড়ে যাওয়া সম্ভব ছিল না। কয়েক দিনের মধ্যেই হয়ত তার সন্তান ভূমিষ্ঠ হবে। তাই শ্বশুরবাড়িই থেকে গিয়েছেন তিনি। কিন্তু কে জানত, সোমবারের রাত তার কাছে বি'ভীষি'কা হয়ে দাঁড়াবে!

পারভিনের শাশুড়ি নাসিমা বলেন, 'রাতে হঠাৎ দু'ষ্কৃতীরা আমাদের বাড়িতে হা'মলা চা'লায়। তখন আমরা ঘুমিয়ে পড়েছিলাম। অতর্কিত হাম'লায় পা'লিয়ে যেতে পারিনি। পারভিনের ওই অবস্থায় কীভাবেই বা পা'লিয়ে যাই! দু'ষ্কৃতীরা ধর্ম তুলে গা'লিগা'লাজ করে। আমার ছেলেকে মা'রধ'র করে। পারভিন বাধা দিতে গেল, তার উপরও হা'মলা চা'লানো হয়। ওর পেটে লা'থি মা'রে দু'ষ্কৃতী'রা। এরপরই পারভিনের শুরু হয়ে যায় প্র'সব যন্ত্র'ণা।'

তখন উ'ন্মত্ত জ'নতা দা'পিয়ে বেড়া'চ্ছিল দিল্লির বু'কে। দোকানের পর দোকান জ্ব'লছে। রাস্তায় ইট-পাটকেল, কাচের টুকরো, লোহার রড এদিক-ওদিক ছড়িয়ে। বাতাসে গু'মোট আ'ত'ঙ্ক। জাফরাবাদ, মৌজপুর-সহ উত্তর-পূর্ব দিল্লির বিভিন্ন এলাকার ছবি কার্যত একই ছিল। ওই অবস্থায় প্র'সব য'ন্ত্রণা'য় কাত'র স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়েন তার স্বামী। প্রথমে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভর্তি নিতে অ'স্বী'কার করে ওই হাসপাতাল। বাড়িঘর পুড়ে ছা'ই হয়ে গেছে। মাথা গোঁ'জার ঠিকানা নেই। কিন্তু কোনোভাবেই পারভিনকে হা'রাতে চান না তার স্বামী। ছুটে যান অল-হিন্দ হাসপাতালে।

সেই হাসপাতালেই গত বুধবার পরভিন জন্ম দেন পুত্র সন্তানের। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন। যে স'ঙ্ক'টজনক অবস্থায় পরভিন ছিলেন, তাতে স'দ্যো'জাত যে সুস্থ, তা দেখে অবাক চিকিৎসকেরা। তারা বলছেন, পরভিন 'মি'রাক্যাল বেবি'র জন্ম দিয়েছেন। স্বভাবতই খুশি পরভীন স্বামী ও শাশুড়ি। ভূমিষ্ঠ হওয়ার আগেই দু'ষ্কৃতীর পা'ঞ্জা থেকে পা'লাতে পারে, সে শিশু মিরা'ক্যালই। কিন্তু সদ্যোজাতকে নিয়ে এখন যাবে কোথায় পরভিন? বাড়ি তো ধ্বং'সস্তু'পে পরিণত হয়েছে!

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে