শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০, ০৭:২০:২৬

জীবনের ঝুঁ'কি নিয়ে হিন্দুত্ববাদীদের আ'ক্র'ম'ন থেকে অসহায় মুসলমানদের রক্ষা করলেন এই পুলিশ কর্মকর্তা!

 জীবনের ঝুঁ'কি নিয়ে হিন্দুত্ববাদীদের আ'ক্র'ম'ন থেকে অসহায় মুসলমানদের রক্ষা করলেন এই পুলিশ কর্মকর্তা!

আন্তর্জাতিক ডেস্ক: জীবনের ঝুঁ'কি নিয়ে হিন্দুত্ববাদীদের আ'ক্র'ম'ন থেকে মুসলমানদের রক্ষায় এগিয়ে এলেন এই পুলিশ কর্মকর্তা! দিল্লির হিন্দুত্ববাদী তা'ণ্ডব থেকে বহু মানুষকে রক্ষা করে প্রশংসা পাচ্ছেন ভারতের এক পুলিশ কর্মকর্তা। নিরাজ জাদাউন নামের ওই পুলিশ কর্মকর্তা পার্শ্ববর্তী রাজ্য উত্তর প্রদেশে কর্মরত। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে তিনি জানান, গত ২৫ ফেব্রুয়ারি সীমান্তবর্তী একটি চে'কপয়েন্টে টহল দেওয়ার সময় দুইশো মিটার দূরে দিল্লির কারায়াল নগর থেকে ব'ন্দু'কের গু'লির শব্দ শুনতে পান। আর তারপরই প্রচলিত রীতি ভ'ঙ্গ করে নিজের টিম নিয়ে অন্য রাজ্যে ঢু'কে পড়ে হা'মলা'কারীদের প্র'তিহ'ত করেন। গত রবিবার থেকে শুরু হওয়া তাণ্ডবে দিল্লি পুলিশের বি'রুদ্ধে নী'রবতার অ'ভি'যোগ উঠলেও এমন সা'হসী ভূমিকায় প্রশংসিত হচ্ছেন সুপারিন্টেন্ডেন্ট পদমর্যাদার ওই কর্মকর্তা।

বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ঘি'রে গত রবিবার থেকে দিল্লিতে শুরু হয় ন'জি'রবি'হীন তা'ণ্ডব। হিন্দুত্ববাদী নেতাদের উ'স্কা'নির জে'রে শুরু হওয়া এই তা'ণ্ড'বে এখন পর্যন্ত ৩৮ জন নি'হ'ত ও দুই শতাধিক মানুষ আ'হ'ত হয়েছে। হা'ম'লার শি'কা'র মানুষদের অভিযোগ পুলিশের কাছে প্রতিকার চেয়েও সাড়া পাওয়া যায়নি।

উত্তর প্রদেশের পুলিশ কর্মকর্তা নিরাজ জাদাউন জানান, ২৫ ফেব্রুয়ারি গু'লির শ'ব্দ শোনার পর এর উৎস খুঁ'জতে গিয়ে দেখতে পান দিল্লির অভ্যন্তরে ৪০-৫০ জন মানুষ গাড়িতে আ'গু'ন ধ'রিয়ে দিচ্ছে। তাদের একজন পে'ট্রোল বো'মা নিয়ে লা'ফ দিয়ে একটি বাড়ির মধ্যে ঢু'কে পড়ে। ভারতের পুলিশ সদস্যদের অন্য রাজ্যে ঢু'কতে হলে কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়। তবে ওই সময়ে সেই রীতির তো'য়াক্কা না করেই নিজের অনুগত দল নিয়ে কারায়াল নগরে ঢু'কে পড়ার সিদ্ধান্ত নেন তিনি।

পুলিশ কর্মকর্তা নিরাজ জাদাউন বলেন, ‘আমি সীমান্ত পার হওয়ার সিদ্ধান্ত নিলাম। বিপদ স'ত্ত্বেও একাই যেতে চেয়েছিলাম কারণ এটা আমার এলাকার বাইরে। ওই ১৫ সেকেন্ড ছিলো আমার জীবনের সবচেয়ে ভ'য়ঙ্ক'র সময়। সৌভাগ্যক্রমে আমার টিম আমাকে অনুসরণ করে আর পরে ঊর্ধ্বতনদের জানানোর পর তারাও সমর্থন করে।’ তিনি বলেন, ‘আমরা অল্প কয়েক জন আর দা'ঙ্গাবা'জরা স'শ'স্ত্র থাকায় পরিস্থিতি বি'পদ'জ'নক ছিলো। আমরা প্রথমে তাদের সঙ্গে আলোচনার চেষ্টা করি কিন্তু তা ব্যর্থ হলে পুলিশ গু'লি শুরু করবে বলে সতর্ক করি। তারা পিছু হটে কিন্তু কয়েক সেকেন্ডের মাথায় আমাদের ওপর পা'থর ছো'ড়া শুরু করে, গু'লির শ'ব্দও শুনতে পাই’।

এমন অবস্থায় জাদাউন ও তার দলের সদস্যরা অবস্থান ধরে রাখে আর দা'ঙ্গা'বাজ'রা পা'লিয়ে যাওয়ার আগ পর্যন্ত তাদের পিছনে ধা'ওয়া করতে থাকে। হিন্দি দৈনিক ‘আমার উজালা’র প্রতিবেদক রিচি কুমার জাদাউনের সিদ্ধান্তকে তার দেখা সবচেয়ে সাহসী সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘পরিস্থিতি খুবই মা'রাত্ম'ক ছিলো। দা'ঙ্গা'বাজ'রা ভা'রী অ'স্ত্র স'জ্জিত ছিলো আর কারও কথা শোনার অবস্থায় ছিলো না। আমি তাদের র'ক্তপি'পাসু বলতে চাই। তারা পুলিশের ওপর পাথর নি'ক্ষেপ শুরু করে কিন্তু জাদাউন পিছু হ'টেননি’।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে