শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০, ০৮:৫৩:৫৬

আ'গ্রাসনের জবাব হবে ভ'য়'ঙ্কর: ভারতকে পাকিস্তানের হুঁ'শিয়ারি

আ'গ্রাসনের জবাব হবে ভ'য়'ঙ্কর: ভারতকে পাকিস্তানের হুঁ'শিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান সেনাবাহিনী বৃহস্পতিবার বলেছে যে ভারত আ'গ্রাসী মনোভাব প্রদর্শন করলে প'রিস্থিতি নি'য়ন্ত্রণের বাইরে চলে যাবে। কারণ আ'গ্রাসনের জবাব হবে আরো বেশি। ওই মুখপাত্র ভারতকে হুঁ'শিয়ার করে দিয়ে বলেন, ভবিষ্যতেও একইভাবে যেকোনো ধরনের অ'পপ্রয়া'সের জবাব দেয়া হবে। তিনি বলেন, প্রতিবেশী দেশ পাকিস্তানের স'ক্ষমতা যাচাই করার চেষ্টা করলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বদ'লা নেবে।

পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতিখার বলেন, পরমাণু শক্তিগুলোর মধ্যে যু'দ্ধের কোনো সুযোগ নেই। যু'দ্ধের পরিণাম নিয়ন্ত্রণের অযোগ্য এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। উদ্দেশ্য রাতারাতি বদলাতে পারে, কিন্তু সক্ষমতা অটুট থাকে।

গত বছরের ফেব্রুয়ারিতে ভারতের বিমান হা'মলার বি'রুদ্ধে পাকিস্তান বিমান বাহিনীর প্র'তিশো'ধ গ্রহণের বার্ষিকীতে ‘অপারেশন সুইফট রিটর্ট’-এর আয়োজন উপলক্ষে এই সংবাদ সম্মেলন করা হয়।

ওই মুখপাত্র ভারতকে হুঁ'শিয়ার করে দিয়ে বলেন, ভবিষ্যতেও একইভাবে যেকোনো ধরনের অ'পপ্রয়া'সের জবাব দেয়া হবে। তিনি বলেন, প্রতিবেশী দেশ পাকিস্তানের সক্ষ'মতা যাচাই করার চেষ্টা করলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বদ'লা নেবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে