আন্তর্জাতিক ডেস্ক: নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) সমর্থক-বিরোধীদের মধ্যে ভারতের রাজধানী দিল্লিতে সংঘ'র্ষের ঘ'ট'নায় প্রতিদিনই বা'ড়ছে মৃ'তের সংখ্যা। আজ শুক্রবার নিহ'তের সংখ্যা বে'ড়ে দাঁড়িয়েছে ৪২।
এখনও সেই ইস্যুতে ভারতের বিভিন্ন জায়গায় চ'লছে বি'ক্ষো'ভ। কেন নাগতিকত্ব আইনে বাদ পড়লেন মুসলিমরা, তা নিয়ে ক্ষো'ভ তৈরি হয়েছে বিভিন্ন ম'হলে। আরও একবার সেই ইস্যুতে অবশেষে মুখ খুললেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শুক্রবার ভুবনেশ্বেরর সভায় গিয়ে সাফ জানালেন, কোনও মুসলিমদের নাগরিকত্ব চলে যাবে না এই আইনে। বিরোধীরা মি'থ্যা কথা বলছেন বলেও উল্লেখ করেন তিনি।
অমিত বলেন, বিরোধীরা নাগরিকত্ব বিল নিয়ে মিথ্যা প্রচার করছে। আমি আবারও বলছি, এই আইনের জন্য কেউ নাগরিকত্ব হা'রাবে না। একজনও মুসলিমের নাগরিকত্ব যাবে না। বিরোধীরা যতই মিথ্যা কথা বলার চেষ্টা করুন, বিজেপি সবসময় সত্যি কথা বলবে।