শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০, ১০:২২:২৬

সব ধরনের ভ'য় উ'পেক্ষা করে দিল্লির পু'ড়িয়ে দেয়া সেই মসজিদেই আজ জুমার নামাজ আদায় করল মুসল্লিরা!

 সব ধরনের ভ'য় উ'পেক্ষা করে দিল্লির পু'ড়িয়ে দেয়া সেই মসজিদেই আজ জুমার নামাজ আদায় করল মুসল্লিরা!

আন্তর্জাতিক ডেস্ক: সব ধরনের ভ'য় উ'পেক্ষা করে দিল্লির পু'ড়িয়ে দেয়া সেই মসজিদেই আজ জুমার নামাজ আদায় করল মুসল্লিরা! ভারতের রাজধানী নয়াদিল্লিতে সহিং'স'তার জে'রে আ'গুনে পু'ড়িয়ে দেয়ার দুই দিন পর আজ শুক্রবার সেই মসজিদে জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এ স'হিং'স'তায় কমপক্ষে ৪২ জন নিহ'ত ও কয়েক শ মানুষ আহ'ত হয়েছেন।

স'হিং'স'তা শুরুর পর পাঁচ দিন চলে গেলেও কর্তৃপক্ষ এখনো বলতে পারছে না কীভাবে এটি শুরু হয়েছিল। এ ছিল কয়েক দশকের মধ্যে নয়াদিল্লিতে সবচেয়ে ভ'য়াব'হ সাম্প্রদায়িক সহিংসতা। হাসপাতালগুলো এখনো লা'শ চিহ্নি'ত করে চ'লেছে এবং মৃ'তের সংখ্যা বাড়ছে।

সং'ঘা'ত চলাকালে রাজধানীর উত্তর-পূর্ব এলাকায় পু'ড়িয়ে দেয়া একটি মসজিদের ছাদে জুমার নামাজ পড়েছেন প্রায় ১৮০ জন। তাদের একজন মোহাম্মদ সোলাইমান বলেন, ‘যদি তারা আমাদের মসজিদ পু'ড়িয়ে দেয় তাহলে আমরা তা পুনরায় বানাব এবং নামাজ পড়ব। এটি আমাদের ধর্মীয় অধিকার এবং কেউ আমাদের ধর্ম পালন ব'ন্ধ করতে পারবে না।’ শুক্রবার এ এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে