শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০, ১০:৩৩:০৬

একজন চা-ওয়ালার হাতে দেশ তুলে দিলে এমনই হয়: কাশ্মিরি তরুণী

একজন চা-ওয়ালার হাতে দেশ তুলে দিলে এমনই হয়: কাশ্মিরি তরুণী

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি কাশ্মীরি তরুণী এক ভি'ডিও বার্তায় মন্তব্য করে বলেছেন, চা-ওয়ালার হাতে দেশ ছাড়লে দেশের অবস্থা এমনই হয়। বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ভারতে চলমান আ'ন্দোলনের মধ্যে তরুণীর ভি'ডিও ব্যাপ'ক সা'ড়া ফে'লেছে। সম্প্রতি ভয়েস নিউজ নেটওয়ার্ক নামে একটি ইউটিউব চ্যানেলে প্রথম ভি'ডিও পোস্ট করা হয়। যা পরে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছ'ড়িয়ে পড়ে।

তরুণী এনআরসি, সিএএর বি'রো'ধীর পাশাপাশি বিজেপি সরকারের ক'ঠোর স'মালোচনা করেছেন ওই ভি'ডি'ওতে। নাম-পরিচয় বিস্তারিত জানা না গেলেও বক্তব্য থেকে বোঝা যায় তিনি দিল্লির জামিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী। সম্প্রতি ভারতের লোকসভায় পাস হওয়া নতুন নাগরিকত্ব আইন অনুযায়ী, বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যে সব ধর্মীয় সংখ্যাল'ঘু নি'পী'ড়নের শি'কার হয়ে ভারতে গেছেন তাদের নাগরিকত্ব দেয়া হবে।

এর সমালোচনা করে ওই তরুণী বলেন, ‘চার কোটি লোক আপনি পাকিস্তান-আফগানিস্তান থেকে এনে কোথায় রাখবেন? দিল্লি, বম্বে, ভোপাল! জায়গা কোথায়? আপনি তাদের কী কাজ দেবেন; তারা কি খাবে, কী পরবে?’

এ সময় দুঃখ প্রকাশ করে তরুণী বলেন, ‘তবে আমরা যদি একজন চা-ওয়ালার হাতে দেশটাকে তুলে দেই তাহলে এটাই হবে। আমি আইনের শিক্ষার্থী। সংবিধানের মতো বিষয় আমি পড়ি। তারা বলে আমরা স’ন্ত্রা’সী। আমরা সারারাত বসে বসে পড়াশুনা করি, গবেষণা করি এবং তারপরে প'লিসি তৈরি করি। আর আপনি আমাদের আ'ন্দোল'ন নিয়ে প্রশ্ন তুলছেন! আমাদের আ'ন্দোলন অবশ্যই ভু'ল না। কেউ সেটা বললে আমি তাকে মূ'র্খ মনে করব।’ তিনি বলেন, ‘আমার বাবা একজন পুলিশ সদস্য।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে