শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০, ১২:০১:০৭

শাহরুখের খোঁ'জ মিলছে না, স্বজনদের দাবি গ্রেপ্তারের পর এনকা'উন্টার করেছে দিল্লী পুলিশ

শাহরুখের খোঁ'জ মিলছে না, স্বজনদের দাবি গ্রেপ্তারের পর এনকা'উন্টার করেছে দিল্লী পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক : ছিল রুমাল হয়ে গেল বিড়াল! ব্যাপারটা এরকমই। দিল্লি উত্তর-পূর্ব প্রান্তের হিং'সায় বলিউডি কায়দায় রা'স্তায় ব'ন্দু'ক হাতে নেমেছিলেন মেরুন শার্ট পরা যুবক, নাম মোহাম্মদ শাহরুখ। প্রকাশ্য দিবালোকে ব'ন্দু'ক হাতে নিয়ে পুলিশের সামনে গু'লি ছোঁ'ড়ে সে। থামাতে গেলে পুলিশকে লক্ষ্য করে গু'লি ছুঁড়তেও পিছপা হয়নি সেই যুবক। 

ঘটনার পর দিনই জানা যায়, দিল্লি পুলিশ গ্রে'প্তার করে শাহরুখকে। তবে কোথায় কী? গ্রে'প্তারির ত'ত্ত্বে ধা'মা চা'পা দিয়ে বৃহস্পতিবারই এক সংবাদমাধ্যমকে দিল্লি পুলিশের কর্মকর্তা জানান, এখনও অ'ধরাই দিল্লি হিং'সায় জড়িত শাহরুখ। তবে শাহরুখের নাম নিয়েও সংশয় রয়েছে। তিনদিনের হিং'সায় দিল্লি জ্বলার পর সংবাদসংস্থা এএনআই মারফত জানা যায়, রতন লাল খু'নে অ'ভিযু'ক্ত যুবক শাহরুখ এখনও ফেরার। তাকে গ্রে'প্তার করেনি পুলিশ।

ব'ন্দু'ক হাতে দিল্লির রাস্তায় ছুটে চলা সেই যুবকের ভিডিও এখন ভাই'রাল সোশ্যাল মিডিয়ায়। শাহরুখ পরিচিত নাম হয়ে উঠেছে দিল্লিবাসী থেকে ভারতবাসীর কাছে। দিল্লিতে চলা হিং'সার সময় পুলিশ ও আন্দো'লনকারীদের দিকে যখন পাথরবৃষ্টি হচ্ছিল তখন তাদের নেতৃত্ব দিতে দেখা যায় শাহরুখকে। ভিডিও ভাই'রাল হওয়ার পর তার খো'জ শুরু করে পুলিশ। 

প্রথমে জানা যায়, তার নাম মোহাম্মদ শাহরুখ। পরে বিভিন্ন সূত্র মারফত জানা যায়, দিল্লির সাহাদরা অঞ্চলের বাসিন্দা শাহরুখের আসল নাম চন্দ্রাল শুক্লা। সামাজিক মাধ্যমে একটি আইডি শেয়ার করে তাকে হিন্দু পরিচয় দেওয়া হয়। তবে পোস্টটি ভাই'রাল হতেই সেই আইডি মূল মালিক তিনি লাইভ ভিডিওতে এসে বলে তিনি দিল্লীতে হিং'সায় জড়িত শাহরুখ নন, এবং তিনি দিল্লী নয়, মুম্বাইয়ে অধিবাসী। এদিকে শাহরুখের স্বজনদের দাবি, শাহরুখকে ধ'রার পর এনকা'উন্টার করে মে'রে ফেলেছে দিল্লী পুলিশ। সূত্র : সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে