শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০, ১২:৪৬:৩৫

'কেন ৯ বছরের শিশুর মৃত্যু?' দিল্লির হিং'সা নিয়ে সরব গুলজার

'কেন ৯ বছরের শিশুর মৃত্যু?' দিল্লির হিং'সা নিয়ে সরব গুলজার

আন্তর্জাতিক ডেস্ক : জাভেদ আখতারের পর এবার দিল্লি নিয়ে বি'স্ফো'রক বলিউপ গীতিকার গুলজার। তবে পথে নেমে দিল্লির ঘটনার প্র'তিবা'দে তিনি সোচ্চার হননি। তার প্র'তিবা'দ কলমে। উত্তর-পূর্ব দিল্লির বিভিন্ন এলাকায় যেভাবে হিং'সা ছড়িয়ে পড়ছে, তার প্র'তিবা'দে সোশ্যাল মিডিয়ায় কবিতা লিখলেন তিনি। প্রশ্ন তুললেন, হিং'সার নামে যে ৯ বছরের শিশুটিকে মে'রে ফেলা হল, তার কী দো'ষ ছিল?

ওই কবিতায় শুধু এই একটা ঘটনার কথাই তুলে ধরেননি গুলজার। তার লেখনি অনেক প্রশ্নই করেছে। তিনি লিখেছেন, কেউ তার ধর্ম ইচ্ছা মতো বেছে নেয় না। ধর্ম সবসময় উত্তরাধিকার সূত্রে পাওয়া। কেউ কারওর বাবা-মা নির্বাচন করতে পারে না। ঠিকই একইভাবে কেউ তার দেশ বেছে নিতে পারে না। রাষ্ট্রও তার কথা মতো কাজ করে না। দিল্লিতে যে ৯ বছরের শিশুটি হিং'সার বলি হল, তার কী দো'ষ ছিল? কেন অ'দৃ'ষ্ট তাকে মৃ'ত্যু মুখে ঠেলে দিল?

গুলজারের আগে দিল্লি হিং'সা নিয়ে মুখ খুলেছিলেন অনেকে। সম্প্রতি জাভেদ আখতার বলেন, “কত লোক মা'রা গিয়েছে, কত জন আ'হ'ত হয়েছে, কত বাড়ি জ্ব'লেছে, কত দোকানে লু'ট চালানো হয়েছে, কত লোক ভী'ত-স'ন্ত্র'স্ত, কিন্তু পুলিশ শুধু একজনের বাড়িতে হা'না দিয়েই সিল করেছে এবং গৃহকর্তাকে খুঁ'জছে। ঘটনাচ'ক্রে ওর নামও তাহির। দিল্লি পুলিশের এমন দ'ক্ষতাকে সাধুবাদ জানাতে হয়।” 

জাভেদের এই টুইটের পরই নে'টিজে'নদের একাংশ তাকে ক'দ'র্য আ'ক্র'ম'ণ করতে শুরু করে। ''একজন দো'ষীর হয়ে কেন কথা বলছেন?’ প্রশ্ন তুলেছেন অনেকেই। স'মালো'চনা তুঙ্গে উঠতেই আরেকটি টুইট করে তার বক্তব্য স্পষ্ট করে দেন জাভেদ। তার কথায়, “আমার মন্তব্যকে বি'কৃ'ত করা হচ্ছে। আমি বলছি না 'কেন তাহির', আমার বক্তব্য 'কেন শুধু তাহিরকেই' ব'লির পাঁ'ঠা করা হল? পুলিশের উপস্থিতিতে যারা হিং'সা ছড়ানোর হু'মকি দিল, তাদের বি'রু'দ্ধে কেন এফআইআর দায়ের হল না? হাই কোর্টও এক্ষেত্রে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে!”

প্রসঙ্গত, তিনদিন ধরে হিং'সার আ'গুনে জ্ব'লেছে রাজধানী। উত্তর-পূর্ব দিল্লির একাধিক জায়গায় সাম্প্রদায়িক হিং'সায় এখনও পর্যন্ত নিহ'ত হয়েছেন ৪৩ জন। হাসপাতালে গু'রু'তর আ'হ'ত অবস্থায় ভরতি প্রায় ২০০ জনেরও বেশি। ক্র'ম'শ লা'ফিয়ে বাড়ছে মৃ'তের সংখ্যা। কংগ্রেস থেকে শুরু করে আম আদমি পার্টি-সহ বি'রো'ধী রাজনৈতিক দলগুলি এই হিং'সার ঘটনায় দিল্লি পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রকের ব্য'র্থ'তার অ'ভিযো'গে সরব হয়েছে। সেই তালিকায় নবতম সংযোজন গুলজার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে