শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০, ১১:০৮:৫২

ট্রেন-বাসের ম'র্মা'ন্তিক দু’র্ঘট'না, নিহ'ত ৩০

ট্রেন-বাসের ম'র্মা'ন্তিক দু’র্ঘট'না, নিহ'ত ৩০

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি যাত্রীবোঝাই বাসে ধা'ক্কা মা'রল এক্সপ্রেস ট্রেন। ম'র্মা'ন্তিক এই দু’র্ঘ'টনার ফলে মৃ’ত্যু হয়েছে কমপক্ষে ৩০ জনের। জ'খ'ম হয়েছেন আরও ৬০ জনের বেশি মানুষ। শুক্রবার রাতে দু'র্ঘ'ট'নাটি ঘটেছে সিন্ধুপ্রদেশের রোহরি রেলওয়ে স্টেশনের কাছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে রা'ওয়ালপি'ণ্ডি থেকে করাচির দিকে আসছিল ৪৫ আপ পাকিস্তান এক্সপ্রেস। সিন্ধুপ্রদেশের রোহরি রেলওয়ে স্টেশনের কাছে অবস্থিত র'ক্ষীবি'হীন কান্দরা ক্র'শিংয়ে এসে ওই ট্রেনটি একটি যাত্রীবোঝা'ই বাসে ধা'ক্কা মা'রে।

তারপর বাসটিকে টে'নে হিঁ'চড়ে কয়েক’শো মিটার দূরে টে'নে নিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উ'দ্ধার কাজ শুরু করেন স্থানীয় প্র'শাসন ও রেলের ক'র্মীরা। জ'খ'মদের উ'দ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ৩০ জনকে মৃ'ত বলে ঘো'ষণা করেন চিকিৎসকরা।

এপ্রসঙ্গে স্থানীয় কমিশনার সাফিক আহমেদ বলেন, এটা খু'বই দু'র্ভাগ্য'জনক ও ভ'য়াব'হ একটি দু’র্ঘট'না। খবর পাওয়ার পরেই প্রশাসন ও পুলিশের সমস্ত আ'ধিকারিকরা দু’র্ঘট'নাস্থলে গিয়েছেন। ওই রেলওয়ে ক্র'শিংটি র'ক্ষীবি'হীন ছিল। আর বাসের চাল'ক ট্রে'নটি ফুলস্পি'ডে আসছে দেখেও ওই রেলগেটটি পে'রোনোর চে'ষ্টা করছিলেন। এর জেরেই ম’র্মা'ন্তিক এই দু’র্ঘটনা ঘ'টে। ট্রেনটি বাসটি এমনভাবে ধা'ক্কা মে’রেছে যে সেটি তিন টু'ক'রো হয়ে গিয়েছে। মৃ’ত ও জ'খমদের মধ্যে অনেক শিশু ও মহিলা আছে। তাদের কারও কারও অব'স্থা এতটাই স'ঙ্গীন যে মৃ’তের সংখ্যা আরও বা'ড়তে পারে বলে আ'শঙ্কা করছেন চিকিৎসকরা। এই খবর পাওয়ার পরেই সিন্ধুপ্রদেশের গর্ভনর অফিস ও ইসলামাবাদের তরফে মৃ’তদের পরিবারের প্রতি স'মবে'দনা জানানো হয়েছে।সূত্রঃ এনডিটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে