শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০, ১১:৫০:০৫

সন্তান নেই, তাই সন্তান হা'রানোর ব্য'থাও জানেন না মোদি: শাহিনবাগের দাদি

সন্তান নেই, তাই সন্তান হা'রানোর ব্য'থাও জানেন না মোদি: শাহিনবাগের দাদি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরো'ধী আ'ন্দোলনের মুখপাত্র ৯০ বছর বয়সী আসমা খাতুন ওরফে শাহিনবাগের দাদি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তো কোনও সন্তান নেই। তাই তিনি সন্তান হারানোর ব্য'থাও জানেন না।

তিনি আরও বলেন, “(মোদির) বয়স ৬৯ হয়ে গেছে, এখনও বিয়ে করেননি। ফলে সন্তানও নেই তার। যদি নিজের সন্তান থাকত তাহলেই তিনি সন্তান হা'রানোর বেদনা বুঝতেন।”

দাদি আরও বলেন, যিনি নিজের পরিবার ঠিক রাখতে পারেন না তিনি কীভাবে দেশ ঠিক রাখবেন? মোদি সন্তান হা'রানোর বে'দনা বোঝেন না। তার নিজের সন্তান থাকলে হয়তো বুঝতেন।
কলকাতায় প্রায় দুই মাস ধরে বি'ক্ষোভ করছেন কয়েক হাজার নারী। শুক্রবার এই বি'ক্ষোভে অংশ নিয়েছিলেন আসমা খাতুন। এদিন সিএএ-বিরোধী বি'ক্ষো'ভকারীদের শান্তি বজায় রাখতে আহ্বান জানান তিনি।

সম্প্রতি পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, পার্ক সার্কাসে অশি'ক্ষিতরা বিরিয়ানির লোভে জমা হয়েছে। আর এতে অর্থায়ন করছে বিদেশিরা। এর প্র'তিবা'দ জানিয়ে শাহিনবাগের দাদি বলেন, আমরা বিরিয়ানির লোভে জড়ো হইনি। এ ধরনের দু'র্নাম র'টিয়ে আ'ন্দোলন দ'মানো যাবে না।

সবাইকে শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের এই ধরনের স'হিং'সতায় জ'ড়িয়ে পড়া উচিত নয়। এতে আ'ন্দোলন দু'র্বল হয়ে পড়বে। সূত্র: ইন্ডিয়া টুডে, ইন্ডিয়া টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে