আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ২০ কোটি পাকিস্তানি নাগরিকের শেষ শিশুটি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত ভারতের বি'রুদ্ধে ল'ড়াই করবে। গত বৃহস্পতিবার কাশ্মীর সং'হতি দিবস উপলক্ষে পাকিস্তান নিয়ন্ত্রীত আজাদ কাশ্মীরে আয়োজিত এক সমাবেশে দেয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন। সূত্র: পার্সটুডে।
সম্প্রতি নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘পাকিস্তানকে ধুলায় মিশিয়ে দিতে ভারতের সামরিক বাহিনীর ১০ দিনের বেশি সময় লাগবে না।’
এদিকে মোদির এ বক্তব্যের জবাবে ইমরান খান বলেন, ‘আপনি ইতিহাস খুঁ'জে দেখুন, তাতে আপনার দাবি মিথ্যা প্রতিপন্ন হবে।’
এ সময় তিনি আরও বলেন, ‘যারা এ ধরনের অহং'কার করেছে ইতিহাসের পাতায় তাদের পরাজয় লেখা হয়েছে। এসময় তিনি হিটলার এবং নেপোলিয়ানের বাহিনীর রাশিয়া অ'ভিযানের ব্যর্থতার কথা তুলে ধরেন।’ তাছাড়া মার্কিন বাহিনীর আফগানিস্তান ও ভিয়েতনামে প'রাজয়ের কথাও উল্লেখে করেন ইমরান খান।
এ সময় ভারতের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে সম্বোধন করে ইমরান খান আরো বলেন, ‘আপনাদের দুজনের জন্য আমার বার্তা হলো গত ৫ আগস্ট আপনারা ভুল করেছেন। আপনারা শুধু এটুকু মনে রাখুন যে, ২০ কোটি পাকিস্তানি নাগরিকের শেষ শিশুটি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত ল'ড়াই করবে। কীভাবে যু’দ্ধ করতে হয় আমরা তা আপনাদেরকে দেখাবো।’
তিনি আরও বলেন, ‘আমাদের সামরিক বাহিনী সুসং'গঠিত ও যু’দ্ধ-অভি'জ্ঞ। আমাদের জনগণ আল্লাহকে ভয় করে, মৃ’ত্যুকে নয়। যদি আপনারা ভুল ধারণা করে থাকেন যে, হিন্দুত্ববাদী ভোটারদের ওপর ভরসা করে পাকিস্তানের বি'রুদ্ধে যা খুশি তাই করবেন তাহলে সেটি হবে আপনাদের শেষ ভুল।’