আন্তর্জাতিক ডেস্ক: ইরানে পার্লামেন্টের সদ্য নির্বাচিত এক সদস্য করোনাভাইরা'স সংক্রমণে মা'রা গেছেন। পার্লামেন্টের মেম্বার নির্বাচিত হওয়ার একদিন পরেই তিনি মা'রা গেছেন।
শনিবার স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে। জানা গেছে, করোনাভাইরা'সে মৃ'ত ইরানি পার্লামেন্টের ওই সদস্যের নাম মোহাম্মদ আলী রামজানি। তিনি গত সপ্তাহে দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ আসতানা থেকে নির্বাচিত হয়েছিলেন।
করোনাভাইরা'স সনাক্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানা গেছে। সূত্র : বিএএসনিউজ