আন্তর্জাতিক ডেস্ক : দিল্লিতে তা'ণ্ডব শুরুর পাঁচদিন পর মুখ খুলেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দু'র্বৃ'ত্তদের সহিং'স হা'মলায় দিল্লি যখন জ্বলছে এ নিয়ে এতোদিন আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি অমিত শাহ। গত রোববার থেকে চলা পাঁচদিনের লু'টতরা'জ, ভা'ঙচুর আর জ্বা'লাও-পো'ড়াও নিয়ে কোনো কথাই বলেননি তিনি।
তবে এবার দিল্লি দা'ঙ্গায় হ'ত্যা ও ধ্বং'সযজ্ঞ নিয়ে মুখ খুললেন অমিত শাহ। মুখ খুলেই এ সহিং'সতার জন্য বিরো'ধী রাজনৈতিক দলগুলোকে দা'য়ী করেছেন তিনি। শুক্রবার উড়িষ্যার এক জনসভায় অমিত শাহ বলেন, ''বিরো'ধীরা নাগরিকত্ব আইন নিয়ে জনগণের মধ্যে ভুল ধা'রণা ছড়াচ্ছে। তারা মানুষকে উ'সকা'নি দিয়েছেন। আর সেই উস'কা'নিতে দা'ঙ্গা ছড়িয়ে পড়ে দিল্লিতে।
অমিত শাহ বলেন, এ দা'ঙ্গার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিরো'ধীরাই দা'য়ী। নাগরিকত্ব কেড়ে নেয়ার জন্য সিএএ নয়, বরং নাগরিকত্ব দেয়ার জন্য এটি করা। সিএএ বিষয়ে ভুল ব্যাখ্যা দিচ্ছে বিরো'ধীরা।’
উড়িষ্যায় ওই জনসভায় অমিত শাহ আরো বলেন, ''সিএএ -এর মাধ্যমে সংখ্যাল'ঘুদের নাগরিকত্ব কে'ড়ে নেয়া হবে বলে জানাচ্ছে কংগ্রেস, বিএসপি, এসপি, পশ্চিমবঙ্গের মমতার মতো সব বিরো'ধী দল। অথচ তাদের এই ব্যা'খ্যা ভু'ল। আমরা বারবার বলছি এবং এখনও বলছি, সিএএ একজন সংখ্যা'লঘুর নাগরিকত্বও কেড়ে নেবে না।''